এভাবে পেটিএম থেকে অনলাইনে কেনাকাটা করুন
By
Aparajita Maitra |
Updated on 08-Feb-2018
HIGHLIGHTS
এই স্টেপ গুলি ফলো করে আপনি পেটিএমএ অনলাইনে কেনাকাটা করতে পারবেন
পেটিএমের মাধ্যমে আমরা অনেক কিছুর পেমেন্ট করতে পারি। আর এর সঙ্গে সঙ্গে আমরা পেটিএমের মাধ্যমে কেনাকাটাও করতে পারি। আর এর জন্য আমাদের স্মার্টফোনে পেটিএম মল থাকতে হবে। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সবার আগে। আর তার পরে আমরা পেটিএমের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারব। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন
যদি আপনি পেটিএম থেকে কেনাকাটা করার উপায় না জানেন তবে এই আর্টিকেলটি একবার ভাল করে দেখুন। এই সেটপ গুলি ফলো করে আপনি পেটিএমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
- প্রথমে নিজের ফোনের প্লে স্টোর থেকে পেটিএম মল ডাউনলোড করুন
- অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন
- আব্র আপনি যে ক্যাটাগরি (মোবাইল ফোন, ফ্যাশান, হোম অ্যাপলায়েন্সেস ইত্যাদি) তে কেনাকাটা করতে চান সেটি বাছাই করে কেনাকাটা করুন।
- এছাড়া আপনি পেটিএম অ্যাপের মাধ্যমেও কেনাকাটা করতে পারেন। এর জন্য আপনার অ্যাপের হোমস্ক্রিনে স্ক্রোল ডাউন করে নীচের দিকে যান আর সেখেনা আপনি শপ অন পেটিএম মল সেকশানে গিয়ে কেনাকাটা করতে পারবেন।