এভাবে শেয়ারইটের মাধ্যমে ফাইল শেয়ার করা যায়

এভাবে শেয়ারইটের মাধ্যমে ফাইল শেয়ার করা যায়
HIGHLIGHTS

এই আর্টিকেলটির মাধ্যমে আমরা ইউজার্সদের শেয়ারইটের মাধ্যমে কি করে ফাইল শেয়ার করা যায় তা বলব

আপনি যদি দুটি স্মার্টফোনের মধ্যে কোন ডাটা শেয়ার করতে চান তবে শেয়ারইট ব্যবহার করে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। শেয়ারইট অ্যাপের মাধ্যমে আপনি কোন ফাইল একটি স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে পাঠাতে পারবেন। শেয়ারইটের মাধ্যমে আমরা ব্লুটুথের তুলান্য অনেক বেশি তাড়াতাড়ি কোন ফাইল ট্র্যান্সফার করতে পারব। আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

যদি আপনি শেয়ারইট কি করে ব্যবহার করতে হয় তা না জানেন তবে এই আর্টিকেলটি পড়তে পারেন। কারন এই আর্টিকেলটিতে আমরা আপনাদের শেয়ারইটের মাধ্যমে ফাইল শেয়ার করার উপায় বলব। তবে আসুন আর্টিকেলটি দেখে নেওয়া যাক।

  • দুটি স্মার্টফোনে শেয়ারইট অ্যাপ ওপেন করুন।
  • যে ফোন থেকে ফাইল পাঠাতে চান সেই ফোনের সেন্ড বটনটি প্রেস করুন।

  • যে ফোনে ফাইলটি নিতে চান সেই ফোনের রিসিভ বটনটি প্রেস করুন।

  • যে ফাইলটি পাঠাতে চান তা সিলেক্ট করুন আর নেক্সট বটনটি ট্যাপ করে সেন্ড করুন।

  • এখানে আপনি রিসিভের ওপর ক্লিক করে তা পেয়ে যাবেন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo