এভাবে অ্যান্ড্রয়েড আর আইফোনের হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করা যাবে

এভাবে অ্যান্ড্রয়েড আর আইফোনের  হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করা যাবে
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের ভিডিও কল অ্যান্ড্রয়েড আর আইফোনে এবার এভাবে রেকর্ড করা সম্ভব

এই সময়ে যত জনপ্রিয় অ্যাপ আছে তার মধ্যে অন্যতম প্রধান হল হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅয়াপের মাধ্যমে আমরা এখন প্রায়ি আমাদের প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে ভিডিও কলও করে থাকি। আর এই ভিডিও কল শেষ হলে অনেক সময়েই আমাদের হয়ত এরকম মনে হয় যে কথা হয়ে গেল শেষ আবার কবে কাছের মানুষের সঙ্গে কথা হবে ঠিক নেই। যদি এই মুহূর্তকে কিছুটা হলেও আটকে রাখা যেত তবে কেমন হত। কিন্তু তার তো উপায় নেই কোম। কিন্তু ইচ্ছে করলে সেই ভিডিও কল কিন্তু রেকর্ড করে রাখা যায়।আর এই উপায় অ্যান্ড্রয়েড আর আইফোন দুরকমের ডিভাইসই করা সম্ভব হবে।

‘গানে ভুবন ভরিয়ে দেবে…’ হ্যাঁ তবে এবার আর কেউনা ব্লুটুথ স্পিকার করবে এই কাজ!

আসুন তবে দেখা যাক কি করে হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করে রাখা যায়।

  • অ্যান্ড্রয়েড আর আইফোন হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করার কিছু উপায়
  • প্রথমেই নিজের ফোনে স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করুন। এবার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্যত ADV স্ক্রিন রেকর্ড অপশানা যান। আর হোয়াটসঅ্যাপ থেকে রেকর্ড করার জন্য এখানে আইফোনের জন্য দুটি অপশান আছে। একটি হল iOSয়ের ব্লিট ইন স্ক্রিন রেকর্ড ফাংশান আর  অন্যটি হল গো রেকর্ড আর স্ক্রিন রেকর্ড অপশান।
  • স্ক্রিন রেকর্ড অ্যাপটি ওপেন করুন।
  • হোয়াটসঅ্যাপ ওপেন করে সেই কন্ট্যাক্ট দেখুন কন্ট্যাক্টে জান আর রেকর্ড আ ভিডিও কল অপশানে ক্লিক করুন।
  • হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টে জান আর ভিডিও রেকর্ডিংয্যে যান আর রেকর্ডিং অ্যাপ ভিডিও রেকর্ড করতে চাইবে।
  • এবার হোয়াটস অ্যাপের ভিডিও কলটি রেকর্ডটি সেভ করুন।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আর এভাবে এবার আপনার পছন্দের হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করতে পারবেন। আর ইচ্ছে হলে তা দেখতেও পারবেন।

ভায়াঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo