ইন্সটাগ্রামে এভাবে নিজের ডেকস্টপ থেকেও ছবি পোস্ট করা সম্ভব!

Updated on 28-Aug-2018
HIGHLIGHTS

তবে এর জন্য আপনার ডেক্সটপে গুগলের ক্রোম ব্রাউজারটি থাকতে হবে

ছবি শেয়ারের জন্য এই সময়ে সব থেকে জনপ্রিয় অ্যাপ হল ইন্সটাগ্রাম। 40 কোটির বেশি গ্রাহক এই অ্যাপের সঙ্গে যুক্ত। ইন্সটাগ্রাম থেকে ছবি ভিডিও শেয়ার করা যায় আর সম্প্রতি শুধু ভিডিওর জন্য নিয়ে এসেছে IGTV এ কথা আমারা সবাই জানি আর এবার আজকে আমরা আপনাদের এই আর্টিকেলে বলব যে কি করে ডেকস্টপ থেকেও পোস্ট করতে পারবেন নিজের ছবি।

সাধারনত ইন্সটাগ্রামের ডেকস্টপ ইন্টার ফেস থেকে অন্য গ্রাহকদের পোস্ট করা ছবি ইত্যাদি দেখা বা নিজের অ্যাকাউন্টের ডিটেলস ডাউনলোড করা যায়। তবে আসুন এই আর্টিকেলে আমরা দেখেনি যে কি করে ইন্সটাগ্রামের ডেকস্টপ ইন্টারফেস থেকে ছবি পোস্ট করা সম্ভব।

  • তবে এর জন্য আপনার ডেক্সটপে গুগলের ক্রোম ব্রাউজারটি থাকতে হবে।
  • ডেক্সটপের গুগল ক্রোম ব্রাউজার খুলুন।
  • এবার এখানে www.instagram.com য়ে যান আর লগ ইন করুন।
  • ব্রাউজারের ওপরের ডান দিকে যে তিনটি বিন্দু দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন।
  • এবার More Tools সিলেক্ট করুন আর Developers tools য়ে যান। আর এবার এখানে মোবাইল আইকনে ক্লিক করুন।
  • এবার ওয়েব পেজ রিলোড করুন। আর ওয়েব পেজের নীচে মাঝের দিকের + চিহ্নে ক্লিক করুন।
  • এবার নিজের যে ছবি আপলোড করতে চান তা ব্রাউজ করে সিলেক্ট করুন। আর ছবি পোস্টের সময়ে নিজের পছন্দের ক্যাপশান লিখতে চাইলে তাও লিখতে পারেন।
  • আর এবার শেয়ার বাটনে ক্লিক করে ডেকস্টপ থেকে আপনারা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে পারবেন।

 

Connect On :