এভাবে জিও ফোনে ফেসবুক অ্যাপ চালান, এটি হল উপায়

এভাবে জিও ফোনে ফেসবুক অ্যাপ চালান, এটি হল উপায়
HIGHLIGHTS

এই অ্যাপটির বৈশিষ্ট্য এই যে এটি স্পেশালি জিওফোনের জন্য তৈরি করা হয়েছে, এই অ্যাপটিতে ফেসবুক নিউজ ফিড, ভিডিওর মতন কন্টেন্ট দেখা যেতে পারে

আপনারা সবাই জানেন যে জিওফোনে এবার ফেসবুক অ্যাপও ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি জিওস্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে, যা এই ডিভাইসে আগে থেকেই থাকবে/ আপনি যদি নিজের জিওফোনে এই ফেসবুক অ্যাপটি চালাতে চান তবে আপনি নীচে দেওয়া কিছু সহজ স্টেপ ফলো করুন। এগুলি হল ফ্লিপকার্টের সেরা বিক্রিত স্মার্টফোন

কি করে জিওফোনে ফেসবুক অ্যাপ ইন্সটল করা সম্ভব?

  • প্রথমে আপনাকে আপনার জিওফোনের জিও স্টোর ওপেন করতে হবে।
  • এবার আপনাকে আপনার জিওফোনের ‘সোশাল’ সেকশানে যেতে হবে।
  • আর এবার আপনাকে ‘সোশাল’ সেকশানে ফেসবুক অ্যাপ খুলতে হবে আর এবার আপনি এই ফেসবুক অ্যাপটির আইকনে ক্লিক করলে এখানে আপনাকে এই অ্যাপটি ইন্সটল করার অপশান দেওয়া হবে। অ্যাপটি ইন্সটল হলেই আপনি জনাতে পারবেন।
  • ইন্সটল হওয়ার পরে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। এই অ্যাপটি ফেসবুক লাইট অ্যাপের মতনই। এটি ছোট স্ক্রিনের হিসাবে বানানো হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে ইউজার্স নিজের মেসেজের রিপ্লাই করতে পারবেন। এই অ্যাপে নিউজ ফিড, ভিডিও, ফটোজ ইত্যাদি দেখা যেতে পারে।
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo