পুজোতে বেড়াতে যাচ্ছেন! তবে এই আর্টিকেলটি অবশ্যই পড়ুন, কারন এই উৎসবের সিজেনে IRCTC দিচ্ছে 10% পর্যন্ত ক্যাশব্যাক

পুজোতে বেড়াতে যাচ্ছেন! তবে এই আর্টিকেলটি অবশ্যই পড়ুন, কারন এই উৎসবের সিজেনে IRCTC দিচ্ছে 10% পর্যন্ত ক্যাশব্যাক
HIGHLIGHTS

IRCTC টিকিট বুকিংয়ে ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে, এর জন্য Paytm বা মোবিকুইকের মাধ্যমে পেমেন্ট করতে হবে

গত কালের পুজো স্পেশাল মোবাইল ফোনের আর্টিকেলেই আপনাদের জানিয়েছিলাম যে আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু পুজো স্পেশাল আর্টিকেল নিয়ে আসার। আর সেই কথা মতন আমরা আজকের এই আর্টিকেলটি নিয়ে এসেছি।

বাঙালি ভ্রমণ পিপাসু বলে পরিচিত, পাহাড় বা সমুদ্রই শুধু নয় নিজের পছন্দের জায়গা বা নতুন জায়গা খুঁজে বের করতে বাঙালির জুরি মেলা ভার। আর অনেকেই পুজোর সময়ে বাইরে বেড়াতে যান। যদি আপনাদের হয়ত সব প্ল্যান করা হয়ে গেছে তাই আজ বেড়াতে যাওয়ার আগে এই আর্টিকেলটি একবার পরে দেখতে পারেন। কে জানে হয়ত আপনার কাজে আসতে পারে এই আর্টিকেলটি।

আসুন তবে দেখা যাক কী করে এই ডিস্কাউন্টের সুযোগ আপনারা পেতে পারেন।

আপনারা যদি ভারতীয় রেলের টিকিট বুক করতে চান তবে একটি ভাল ডিস্কাউন্টের সুবিধা পেতে পারেন। IRCTC অনলাইন বুকিংয়ের ওপর 10% পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।

এই অফার IRCTC র ওয়েবসাইট বা IRCTC মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। যদি Paytm বা মোবিকুইক ওয়ালেটের মাধ্যমে টিকিট বুকিং করা হয় তবে এই মাধ্যমে পেমেন্ট করা হলে এই ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে। উৎসবের সিজেন শুরু হতে চলেছে আর মোবিকুইক IRCTC অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং করা হলে 10% র ডিস্কাউন্ট অফার করা হচ্ছে।

Paytm য়ের মাধ্যমে বুকিং করলে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ভাবে ফ্লিপকার্টের অধিকৃত প্ল্যাটফর্ম PhonePE র মাধ্যমে টিকিট বুকিং করলে 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর ফেস্টিভ সিজেনের সময়ে এই অফার প্রথম দুটি ট্রাঞ্জাকশানে প্রতিবার 50 টাক্র লাভ পাওয়া যাবে।

এই ডিস্কাউন্ট নেওয়ার জন্য এই স্টেপ গুলি ফলো করুন

  1. IRCTC র ওয়েবসাইটে irctc.co.in বা অ্যাপে যান।
  2. আর এবার রেজিস্টার্ড ইউজারনেম আর পাসওয়ার্ড দিন আর লগ ইন করুন। আর যদি IRCTC তে গিয়ে অ্যাকাউন্ট না থাকে তবে রেজিস্টার লিঙ্কে ক্লিক করুন আর নতুন অ্যাকাউন্ট খুলে নিন।
  3. আর এবার নিজের বুকিং ডিটেল ফিল করুন।
  4. Captcha কোডের মাধ্যেম পেমেন্ট প্রসেস করুন।
  5. পেমেন্ট ইউন্ডোতে গিয়ে ডিস্কাউন্ট পাওয়ার জন্য ই-ওয়ালেট অপশানটি বাছুন।
  6. আর এবার ওয়ালেটে paytm বা মোবিকুইক ওয়ালেট অ্যাকাউন্ট বাছুন, আর এবার খেয়াল রাখুন যে অফারটি শুধু paytm আর মোবিকুইকেই আছে।

তাহলে এবার বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান স্পেশাল এই ডিস্কাউন্ট অফারটি।

তা হলে আমাদের আজকের এই পুজো স্পেশাল আর্টিকেলটি আপনাদের কেমন লাগল আমাদের জানাতে ভুলবেন না।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo