পেটিএম অ্যাকাউন্ট থেকে কী করে আধার নম্বর ডিলিঙ্ক করা যায় জানেন!

পেটিএম অ্যাকাউন্ট থেকে কী করে আধার নম্বর ডিলিঙ্ক করা যায় জানেন!
HIGHLIGHTS

এবার থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে যেমন আর আধার লাগবে না তেমনি পুরনো অ্যাকাউন্ট থেকেও আধার ডিলিঙ্ক করা যায়

আমরা জানি যে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা কোন ই কমার্স সাইট বা এই জাতীয় জিনিসের লিঙ্ক বাধ্যতামূলক নয়। আর এর মধ্যে অবশ্য আমাদের প্রায় সবারই এসবের সঙ্গে আধার লিঙ্ক করা হয়ে গেছে।

আর এর সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা নতুন ফোন নাম্বার নেওয়ার জন্যও আধার বাধ্যতামূলক নয়।

এবার আজকে আমরা আপনাদের বলব যে কি করে লিঙ্ক আধার ডি লিঙ্ক করা যাবে। আজকে আমরা আপনাদের এই আর্টিকেলে বলব যে পেটিএমের সঙ্গে আপনার লিঙ্ক আধার কী করে ডি লিঙ্ক করা যাবে।

আসুন আমরা স্টেপ বাই স্টেপ সেই জিনিসটি দেখে নি।

  • প্রথমে পেটিএমের কাস্টমার কেয়ারে ফোন করুন।
  • আর এবার আইভিয়ারে ভাষা সিলেক্ট অপশান বাছুন।
  • এবার KYC তে পরিবর্তনের জন্য নির্দেশ অনুসারে কি সিলেক্ট করুন।
  • আর এবার আবার দেওয়া নির্দেশ অনুসারে 1 নম্বর কি সিলেক্ট করুন আর নাম্বারদিন।
  • আর এবার কাস্টামার কেয়ারে যোগাযোগ করুন
  • এবার পেটিএমের অ্যাকাউন্টের কোড দিন।
  • এবার 9 প্রেস করে কাস্টামার কেয়ার এক্সিকিউটিভের সঙ্গে যোগাযোগ করে আধার নাম্বার ডিলিঙ্ক করার অনুরোধ করুন।
  • এবার কাস্টামার কেয়ার থেকে করা আপনার জন্মদিন ও অন্যান্য তথ্য বিষয়ক প্রশ্নের সঠিক উত্তর দিন।
  • এবার আপনার দেওয়া মেল আইডিতে একটি মেল আসবে। সেখানে ভেরিফিকেশানের জন্য আধারের ছবি তুলে পাঠাতে হবে।
  • আর এই মেল পাঠানোর পরে আপনার অনুরোধ গ্রহণ করা হবে।
  • আর এই পুরো ব্যাপারের 72 ঘন্টা পরে আপনার পেটিএমের অ্যাকাউন্ট থেকে আধার বিচ্ছিন্ন করা হবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo