আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে সম্প্রতি আধার অথরিটি (UIDAI) বলেছে যে প্লাস্টিক কার্ডে আধার প্রিন্ট করালে এর কিউআর কোড খারাপ হয়ে যায়। আর এছাড়া প্লাস্টিক আর PVCতে প্রিন্ট করলে আধারের তথ্য লিক হওয়ার সম্ভাবনা থাকে।
আর এক্ষেত্রে এটা ভাবার বিষয় যে যদি প্লাস্টিক বা স্মার্ট আধার কার্ড সঙ্গে না রাখি তবে তাদের কাছে আধার কিভাবে থাকবে। কিন্তু একটি সহজ উপায় আছে যার মাধ্যমে আপনি সবসময় আপনার আধার আপনার পকেটে নিয়ে ঘুরতে পারবেন।
আসলে আমরা এখানে M-আধারের কথা বলছি। M-আধার একটি অ্যাপ। যদি আপনার মোবাইলে M-আধার অ্যাপ থাকে তবে এর সাহায্যে আপনি সব সময় আপনার কাছে সহজেই আপনার আধার কার্ড রাখতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করে আপনি নিজের স্মার্টফোনে ইন্সটল করে রাখতে পারেন। ইন্সটল করা হলে এই অ্যাপটিতে আপনাকে আপনার ডিটেলস দিতে হবে। আর এবার আপনি আপনার আধার সব সময় সহজেই ব্যবহার করতে পারবেন। আপনাদের এও বলে রাখি যে UIDAI ও M- আধার কে বৈধ আর সুরক্ষিত বলেছে।