এবার হোয়াটসঅ্যাপই আপনাকে বলে দেবে সাওমি ডিভাইসের ব্যাপারে
Xiaomi Mi Bunny সাবস্ক্রিপশান পরিষেবার মাধ্যমে ইউজার্সরা সাওমির নতুন প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট ডিলস, সেল রিমাইন্ডার্সের বিষয়ে জানতে পারবেন, আর এর মাধ্যমে কাস্টমার সার্ভিস পরিষেবাও পেতা পারেন
সাওমি এবার ভারতে তাদের হোয়াটসঅ্যাপ নির্ভর Mi Bunny সার্ভিস নিয়ে এসেছে। এই পরিষেবার মাধ্যমে ইউজার্সরা সাওমির নতুন প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট ডিলস, সেল রিমাইন্ডার্সের বিষয়ে জানতে পারবেন। আর এর সঙ্গে ইউজার্সরা MIUI এর সাপ্তাহিক আপডেট, Mi ফোন মিডআপ্সের রিমাইন্ডার্স ইত্যাদি পাবে। আর এর মাধ্যমে কাস্টমার সার্ভিস পরিষেবাও পাওয়া পাবেন। এগুলি হল ফ্লিপকার্টের সেরা পাওয়ার ব্যাঙ্ক
Xiaomi Mi Bunny সার্ভিসকে এই নম্বর (+917760944500) এর মাধ্যমে নিজের কন্ট্যাক্ট লিস্টে সেভ করতে পারেন। আর এর পরে ইউজারকে 'Xiaomi' লিখে হোয়াটসঅ্যাপে নিজের নাম আর শহরের নাম দিয়ে মেসেজ করতে হবে। আর এবার ইউজার এই নম্বরে 'Support' লিখে পাঠালে তারা হোয়াটসঅ্যাপে ইন্সট্রাকশান পাবে। যেসমস্ত ইউজার্সরা আর কোন খবর চান না তারা এই নম্বরে ‘Stop’ লিখে পাঠিয়ে দিন।
সাওমি বলেছে যে, আপাতত এই পরিষেবা বিটা টেস্টিং এ পাওয়া যাবে আর এতে এখনও আরও কিছু ফিচার্স দেওয়া হতে পারে। আর এর সঙ্গে কোম্পানি এও বলেছে যে তারা মাঝে মাঝে তাদের এই নতুন পরিষেবাতে কিছু নতুন ফিচার্স দেবে। আর এর সঙ্গে কোম্পানি এও বলেছে যে ইউজার্সদের দেওয়া কোন খবর অন্য কোন থার্ড পার্টি সার্ভিসের সঙ্গে শেয়ার করা হবেনা।