Xiaomi Cashify য়ের সঙ্গে একসঙ্গে নিয়ে এল ‘Mi Recycle’ ফিচার

Updated on 05-Apr-2019
HIGHLIGHTS

MIUI Security App য়ে নতুন ফিচার এল

'Mi Recycle' য়ের মাধ্যমে নিজের ফোন বিক্রি করতে পারবেন

Xiaomi Cashify য়ের সঙ্গে পার্টনার্শিপ করেছে

এই ফিচারের মাধ্যমে শাওমি ইউজার্সরা নিজেদের ফোনের হেলথ চেল করে Cashify তে স্মার্টফোনের রিসেল ভ্যালু জানতে পারবে

Xiaomi Cashify র সঙ্গে পার্টনার্শিপ করে MIUI সিকিউরিটি অ্যাপে ‘MI Recycle’ ফিচার লঞ্চ করেছে। আর এই ফিচারের মাধ্যমে শাওমি তাদের ফোনের হেলথ চেককরে ক্যাশিফাইতে স্মার্টফোবের রিসেল ভ্যালু জানতে পারবেন। Cashify দিল্লিতে অবস্থিত অনলাইন রি কমার্স কোম্পানি। এই রেটিং তিনটি প্যারামিটারের ভিত্তিতে করা হবে যা ডিভাইসের ফিজিকাল কন্ডিশান, হার্ডওয়্যার কোয়ালিটি আর কারেন্ট মার্কেট ভ্যালু দেখে করা হবে।

MI Recycle ফিচার ব্যাবহার করার জন্য ইউজার্সদের নিজেদের হার্ডওয়্যার টেস্ট শুরু করতে হবে আর এই জন্য MIUI সিকিউরিটি অ্যাপে ডায়গ্রেজ ইউর ফোন অপশানে গিয়ে সেল ইউর ফোনে যেতে হবে। আর এই অ্যাপ টেস্ট শুরু করার জন্য লোকেশান পারমিশানের অ্যাক্সেস দরকার।

টেস্টিং প্রসেস শেষ হলে এক্সচেঞ্জ ভ্যালুর অনুমান করা হবে আর যা কোট হিসাবে করা হবে আর এর পরে পেমেন্ত শুরু হবে। ইউজাররা কোন মোডের মাধ্যমে পেমেন্ট পেতে পারেম যা পেটিএম ক্যাশ বা ভাউচার ইত্যাদি হতে পারে।

অর্ডার ডিটেল রিসিভ হলে Cashify য়ের রিপ্রেজেন্টেটিভ ডিভাইস পিক করবে। পিকআপের জন্য সুটেবেল ডেট আর সময় নিজের সময় মতন বাছতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :