এবার ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটস অ্যাপ!

এবার ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটস অ্যাপ!
HIGHLIGHTS

এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহার করার জন্য আপনার ডাটা প্যাক আর লাগবে না এবং না তো ডাটা প্যাক শেষ হবার পর হোয়াটস অ্যাপ কেমন করে চালাবেন তা চিন্তা করতে হবে। এবার ইন্টারনেট ছাড়া করুন হোয়াটস অ্যাপ এর ব্যবহার।

এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহার করার জন্য আপনার ডাটা প্যাক আর লাগবে না এবং না তো ডাটা প্যাক শেষ হবার পর হোয়াটস অ্যাপ কেমন করে চালাবেন তা চিন্তা করতে হবে। এবার ইন্টারনেট ছাড়া করুন হোয়াটস অ্যাপ এর ব্যবহার।

আপনি কি জানেন এবার থেকে আপনি স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন? তবে ইন্টারনেট ছাড়া হোয়াটস অ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে শুধুমাত্র এই কায়দাটি করতে হবে। শুধু এই সিমটি ব্যবহার করুন। আর ইন্টারনেট ছাড়াই হোয়াটস অ্যাপে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা মারুন।

আরও দেখুন : টিজর দ্বারা নিশ্চিত হলো 4GB Ram এর সঙ্গে 1 আগস্ট লঞ্চ করা হবে লেনোভো বাইব কী K5 নোট

চ্যাট সিম। হ্যাঁ, এই চ্যাট সিম ব্যবহার করলেই ইন্টারনেট ছাড়া ব্যবহার করুন হোয়াটস অ্যাপ। চ্যাট সিম অর্ডার করতে কোম্পানির ওয়েবসাইট chatsim.com তে লগ ইন করুন। এই সিম কিনতে আপনার খরচ হবে ১০ ইউরো। অর্থাত্‌, ভারতীয় মুদ্রায় ৭৪৫ টাকা মতো। তবে সিম কেনার পর আপনাকে আরও ১০ ইউরো খরচ করতে হবে।

১ বছরের এক্সট্রা ভ্যালিডিটির জন্য আপনাকে খরচ করতে হবে ১০ ইউরো। মাল্টিমিডিয়া প্যাকের জন্য লাগবে ১০ ইউরো। আপনি যদি ভারতে এই চ্যাট সিম কিনতে চান, তাহলে জাহাজ খরচ হিসেবে এক্সট্রা ৭.৫০ ইউরো বা ৫৬০ টাকা খরচ করতে হবে।

আরও দেখুন : অবশেষে ভারতে লঞ্চ হলো স্যামসং এর গ্যালাক্সি J2 প্রো স্মার্টফোন, মূল্য Rs. 9,890

আরও দেখুন : শুধু মাত্র Rs.15,399 তে আপনার হতে পারে 100GB ক্লাউড স্টোরেজ যুক্ত স্মার্টফোন

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo