এবার হোয়াটস অ্যাপ আনতে চলেছে তাদের নতুন ফিচার, এবার মেসেজ পাঠানোর ৫ মিনিট পরেই সেই মেসেজ মুছে ফেলা যাবে। লিক খবর অনুসারে হোয়াটস অ্যাপ ওয়েব 0.2.4077 ভার্সনে এমনই রিভোক ফিচার পাওয়া যাবে।তবে এই ফিচারটি পেতে গেলে সেটিংসে গিয়ে পেতে হবে।
এটি ছারাও অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য আর একটি ফিচার আনবে হোয়াটস অ্যাপ। কোনও মেসেজ এডিট করার সময় একটি পপ আপ মেনু ভেসে উঠবে মোবাইলে, এই ফিচারের সাহায্যে আরও দ্রুত এবং সহজে মেসেজ এডিট করতে পারবেন ইউজার্সরা।
এই বিটা ভার্সন ইউজার্সরা মেসেজ ফরম্যাটিংয়ের সবরকম শর্টকাট স্ক্রিনে দেখতে পারবেন।এরসঙ্গে অ্যান্ড্রয়েড ৭+ ইউজার্সরা মেসেজ টাইপ করার সময় গুগলের নিজস্ব ট্রান্সলেটরের সাহায্য নিতে পারবেন। তবে এই সব ফিচারগুলি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনেই পাওয়া যাবে। তবে এই আপডেট কবে আসবে তা নিয়ে এখন কোম্পানির তরফে কোন খবর দেওয়া হয়নি।