খুব তাড়াতাড়ি গ্রুপ ভিডিও কলিং ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে

খুব তাড়াতাড়ি গ্রুপ ভিডিও কলিং ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে
HIGHLIGHTS

এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সান 2.17.437 আর 2.17.443 আপডেটে দেখা গেছে

সারা বিশ্বে যত অ্যাপ ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় অ্যাপ গুলির মধ্যে অন্যতম। প্রায় সমস্ত স্মার্টফোন ইউজার্সই এই অ্যাপটি ব্যবহার করেন। আর সব বয়সের মানষই এই অ্যাপ টি ব্যবহার করেন ও সবার মধ্যেই এটি একটি জনপ্রিয় অ্যাপ। এখনও অব্দি ইউজার্সরা এর মাধ্যমে টেক্সট, ফটো, ভিডিও বা ভয়েস ক্লিপিং আর ভিডিও কলিং করতে পারত। কিন্তু খুব তাড়াতাড়ি ইউজার্সরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলিং ফিচারের সুবিধা পাবেন।  অ্যামাজনে স্মার্টফোনের সঙ্গে কিন্ডলে বই সহ আরও অন্যান্য জিনিসের ওপরও ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

WABetaInfo তাদের একটি রিপোর্টে বলেছে যে কোম্পানি গ্রুপ ভিডিও কলিং ফিচারের টেস্টিং করছে। এই ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে আর তার পরে এটি iOS প্ল্যাটফর্মে দেওয়া হবে।

এই রিপোর্টটি অনুসারে মোট চারজন লোক একসঙ্গে গ্রুপ ভিডিও কলিং করতে পারবেন। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সান 2.17.437 আর 2.17.443 আপডেটে দেখা গেছে।

গ্রুপ ভিডিও কলিং ফিচারটি ছাড়া হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি ইউজার্সদের জন্য স্টিকার্সও নিয়ে আসবে। যেমনতা ফেসবুকের ম্যাসেঞ্জিং অ্যাপে আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo