হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের বিষয়ে নতুন এক খবর

Updated on 19-Sep-2019
HIGHLIGHTS

লেটেস্ট বিটা ভার্সান 2.19.260 তে এই আপডেট আছে

মিউটেড স্ট্যাটাস লুকিয়ে যাবে

হোয়াটসঅ্যাপের লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটাতে একটি নতুন ফিচার আছে আর এর প্রধাম স্ট্যাটাস লুকিয়ে দেবে। আর এমনিতে এই ফিচার কয়েক মাস আগের ডেভলাপমেন্ট দেখা গেছে আর এবার এই ফিচার টেস্ট করা হয়েছে। হাইড মিউটেড স্ট্যাটাস আপডেট ফিচার হোয়াটসঅ্যাপ সেকশানে মিউটেড করা হয়েছে আর সব স্ট্যাটাস শেষ হলে এটি চলে যায় আর মিউট করা স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন না তবে তা নয় এবার মিউটেড স্ট্যাটাস আপনার স্ক্রিনে বটম স্ক্রোল করে দেখা যাবে।

আপডেটেড হোয়াটসঅ্যাপ গ্রাহকরা এটি বিটা 2.19.260 ভার্সানে দেখা গেছে। WABetalnfo র রিপোর্ট থেকে জানা গেছে যে হোয়াটসঅ্যাপ হাইডেড মিউটেড স্ট্যাটাস আপডেট রোল আউট করা শুরু করেছে আর সব বিটা গ্রাহকরা এই আপডেট পেতে একটি সময় লাগবে। আর আপনারা এই সব ফিচার ব্যাবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপ গুগল প্লে বিটা প্রোগ্রামের অংশ হতে হবে।

মিউটেড স্ট্যাটাস আপডেট ফিচার এর আগে জুনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান 2.19.183 তে দেখা যাবে। আর এক বার এই ফিচার এনেবেল হওয়ার পরে সব মিউটেড আডেট লুকিয়ে যায়।

Connect On :