WHTSAPP WEB খুব তাড়াতাড়ি কলিং ফিচার পাবে

WHTSAPP WEB খুব তাড়াতাড়ি কলিং ফিচার পাবে
HIGHLIGHTS

খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবে কল ফিচার আসবে

নতুন স্টাইল ইমেজিও আসবে হোয়াটসঅ্যাপে

ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ Whtsapp এবার তাড়াতাড়ি তাদের ওয়েব ভার্সানের জন্য কলিং ফিচার নিয়ে আসতে পারে। রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সানের জন্য বেশ কিছু ডেভলাপমেন্ট করেছে আর এবার কোম্পানি হোয়াটসঅ্যাপের ওয়েব বা ডেক্সটপ ভার্সানে কল ফিচার নিয়ে আসবে।

WaBetaInfo শেয়ার করা স্ক্রিন শটে ভয়েস কলের জন্য অপশান চ্যাটের মেন মেনুতে দেখা যাবে। আর আপাতত এর কোন অপশান আমরা দেখতে পাইনি কারন এখনই এই নতুন ফিচারটি সবে আসছে। আর এই ফিচারটি কবের মধ্যে সবাই পাবেন তা এখনও বলা যাচ্ছে না।

WaBetaInfo র একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.110 ‘ডুয়াল পিকার’ য়ের মাধ্যমে নতুন ইমোজি আনবে। আর এর মানে এই যে আগামী সময়ে নতুন স্টাইল ইমোজিতে এই সময়ের ইমোজির জায়গায় রিপ্লেস করা হবে। আর এর সঙ্গে ইমোজি স্ট্যাটাস আপডেটেও আসবে। আর বাকি চ্যাটে আপনারা ইমোজি সেকশানে আর কোন পরিবর্তন পাবেন না।

WABetaInfo র দেওয়া ছবি থেকে একটি নতুন ইমোজির স্ক্রিন শট দেখা গেছে। আর কারন এটি একটি নতুন স্টাইলের ইমোজি তাই এটি ইউজারদের জন্য আসবে আর এই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo