হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত ফিচার, হাইড করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল ফটো

হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত ফিচার, হাইড করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল ফটো
HIGHLIGHTS

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য আনতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার

নতুন ফিচারে নির্দিষ্ট কনট্যাক্টের কাছে হাইড করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল ফটো

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপে এই বিশেষ ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে

WhatsApp যে কিছুদিন ধরে ইউজারদের কাছে নতুন ফিচার নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল, সেই খবর বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য নির্দিষ্ট কনট্যাক্টের কাছে স্টেটাস, প্রোফাইল ফটো এবং লাস্ট-সিন হাইড করার বিশেষ ফিচার নিয়ে আসছে। এতদিন ধরে জানা যাচ্ছিল যে ios Beta অ্যাপে এই মেসেজিং ফিচারের পরীক্ষামূলক কাজকর্ম চলছে। তবে এখন শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের এই ফিচারের অ্যাক্সেসের জন্যও পরীক্ষা চালানো হচ্ছে।

Wabetainfo নামে একটি সংস্থা জানিয়েছে যে  হোয়াটসঅ্যাপ ‘My contact except’ অপশন, যা এতদিন স্টেটাস শো করার অপশনের ক্যাটেগরিতে ছিল, এই অপশনকে আনতে চলেছে লাস্ট সিন এবং প্রোফাইল ফটো অপশনের জন্যেও। যার ফলে ইউজারের সিলেক্ট করা কিছু স্পেসিফিক ব্যাক্তি ইউজারের প্রোফাইল ফটো এবং লাস্ট সিন দেখতে পাবেন না।

Whatsapp Features Tracker নামক একটি সংস্থা নতুন এই সম্ভাব্য ফিচারের কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে প্রোফাইল ফটো বা লাস্ট সিনের ক্ষেত্রে স্টেটাস প্রাইভেসির মতন চারটি অপশনের দেখা মিলেছে- ‘Everyone’, ‘My Contacts’, ‘My contacts except’, ‘ Nobody’।

Whatsapp new features

মনে করা হচ্ছে নতুন এই ফিচার এলে কোনো এক বিশেষ ব্যাক্তির জন্য ইউজারকে সকলের জন্য লাস্ট সিন বা প্রোফাইল ফটো বন্ধ করে রাখতে হবে না। যাকে দেখাতে ইউজার চাইবেন না তার থেকে সহজেই আড়াল করে রাখা যাবে নিজের  প্রোফাইল ফটো বা লাস্ট সিন।

এক বিশেষ রিপোর্টে জানানো হয়েছে যে যখন কোনো কনট্যাক্টকে বাতিল করা হবে লাস্টসিন বা প্রোফাইল ফটো দেখবার অপশন থেকে ।তখন হোয়াটসঅ্যাপ ভার্সন পড়ে আপডেট করলেও আবার সেই কনট্যাক্টকে সিলেক্ট করে বাতিল করবার দরকার পড়বে না। সার্ভারের মাধ্যমে অটোমেটিকভাবে সেটিংস হয়ে যাবে।

তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ইউজার যদি কোনো কনট্যাক্টের কাছে লাস্ট সিন হাইড করে, তবে ইউজারও সেই কনট্যাক্টের লাস্ট সিন দেখতে পাবে না। প্রোফাইল পিকচার এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও একই নিয়ম খাটবে।

এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে এই বিশেষ ফিচারের পরীক্ষানিরীক্ষা চলছে। তবে হোয়াটসঅ্যাপের তরফে এই বিষয়ে এখনও অবধি অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo