WhatsApp -কে আরও নিরাপদ এবং চমকপ্রদ করে তুলতে Meta কোনও কসরত বাকি রাখছে না। এখন এই অ্যাপের তরফে একাধিক প্রাইভেসি এবং সিকিউরিটি সম্পর্কিত ফিচার তৈরি করা হচ্ছে। একই সঙ্গে টেক্সটিং বিষয়টাকে যাতে আরও উন্নত করা যায় সেটারও চেষ্টা করা হচ্ছে।
Telegram বা Slack -এর মতো WhatsApp একটি আদ্যোপান্ত নতুন ফিচার নিয়ে আসতে চলেছে ব্যবহারকারীদের জন্য। সেই ফিচার হল অ্যানিমেটেড ইমোজি। হ্যাঁ, এবার অ্যানিমেটেড ইমোজি পাঠানো যাবে WhatsApp -এও।
এই অ্যানিমেটেড ইমোজি ফিচারের জন্য WhatsApp -এর তরফে Lottie লাইব্রেরির সঙ্গে হাত মেলানো হয়েছে। দুজনে মিলে এই অ্যানিমেটেড ইমোজি তৈরি করছে যা আগামীদিনে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এই নতুন ফিচার যুক্ত হলে চ্যাট করা আরও মজাদার হবে। এই ফিচারটি আগামীতে লঞ্চ করতে চলেছে এই অ্যাপে।
WaBetaInfo -এর তরফে একটি নতুন GIF পোস্ট করা হয়েছে সেখানে দেখানো হয়েছে এই অ্যানিমেটেড ইমোজিগুলোকে স্ক্রিনে কেমন লাগবে দেখতে। একই সঙ্গে এই রিপোর্টে জানানো হয়েছে যে এই অ্যানিমেটেড ইমোজিগুলো বাই ডিফল্ট পাঠানো যাবে যেই একবার সেটা অ্যাপে উপলব্ধ হয়ে যাবে। এখানে একটা সম্ভাবনা ফলে থেকেই যাচ্ছে যে ব্যবহারকারীরা হয়তো এই অ্যানিমেশন অফ করার সুবিধাটা পাবেন না। তাঁদের হাতে হয়তো সেই রাশ থাকবে না।
Lottie হচ্ছে আদতে অ্যান্ড্রয়েড, iOS, ওয়েব এবং উইন্ডোজের অ্যাগ্রিগেটর। এটি আদতে J-Son বেজড অ্যানিমেশন ফরম্যাট। WhatsApp -এর ডেস্কটপ ভার্সনে যে অ্যানিমেটেড ইমোজিগুলো দেখা যায় সেটাও Lottie -এর বানানো। এখানে ক্রিয়েটররা অ্যানিমেশন তৈরি করতে পারেন সহজেই।
এখানে যে অ্যানিমেশনগুলো তৈরি করা হয় সেগুলো ভীষণই ছোট সাইজের। ফলে মানের কোনও বদল না করেই এটার প্রপোর্শন বা ডায়মেনশন বদলানো যায় সহজেই।
একবার এই অ্যানিমেটেড ইমোজি ফিচার এসে গেলে WhatsApp -এ চ্যাট করার যে অভিজ্ঞতা সেটা পুরোটাই বদলে যাবে। আরও অনেক বেশি মজার মনে হবে। WhatsApp -এর তরফে একটি Toggle হয়তো দেওয়া হবে সেটিংস অপশনের মধ্যে যার সাহায্যে ব্যবহারকারীরা এই ফিচারকে নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে পারবেন।
বর্তমানে নির্মীয়মান পর্যায় আছে এই ফিচার। আগামীতে কোনও আপডেটের সঙ্গে হয়তো এই ফিচার iOS এবং অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীদের জন্যই আনা হবে।
WhatsApp -এর তরফে সম্প্রতি কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারকে Unicode 15.0 ইমোজি ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে। আর এরপরই WhatsApp -এর অফিসিয়াল কিবোর্ডকে আপডেট করে সেখানে অতিরিক্ত 21টা ইমোজি যোগ করা হয়েছে।