কোরোনা ভাইরাস এর যুদ্ধে এবার যোগ দিল WhatsApp, নতুন স্টিকার প্যাক নিয়ে হল হাজির
নতুন এই স্টিকারের প্যাকটিকে লঞ্চ করেছে WHO
এই স্টিকারের প্যাকটি নাম হচ্ছে 'টুগেদার অ্যাট হোম' (Together at Home)
বিশ্ববিখ্য়াত অ্য়াপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান জীবন যেন অচল। নিত্য় নতুন নতুন ফিচার নিয়ে হাজির হছে কোম্পানি। তাতে হোয়াটসঅ্যাপ আরও পপুলার হয়ে উঠছে। এবার কোরোনা ভাইরাস এর যুদ্ধে যোগ দিল কোম্পানি।
লকদাউনে মঝে গ্রাহকদের জন্য নতুন স্টিকার প্যাক নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ।
নতুন এই স্টিকারের প্যাকটিকে লঞ্চ করেছে WHO, আর এই স্টিকারের প্যাকটি নাম হচ্ছে 'টুগেদার অ্যাট হোম' (Together at Home)। এর জন্য হু-এর সঙ্গে পার্টনারশিপ করেছে হোয়াটসঅ্যাপ।
এই স্টিকারগুলি লকডাউনের সময় মানুষের মনের ভাব ফুটিয়ে তলে। এই মুহূর্তে শুধুমাত্র ইংরাজিতেই পাউয়া যাচ্ছে, শীঘ্রই অনান্য ভাষাতেও পাওয়া যাবে এই স্টিকারগুলি। সব মিলিয়ে ১১ টি ভাষায় পাওয়া যাবে স্টিকারগুলো।
এই স্টিকারের প্যাকে লকডাউনে ঘরবন্দি অবস্থায় মানুষের বিভিন্ন মুড প্রকাস পেয়েছে। কিছু কিছু স্টিকার আবার স্বাস্থ্য সচেতনতা, হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।
ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের স্টিকার সেকশনে গেলে নতুন স্টিকারগুলো দেখতে পাবেন। পারবেন ব্যবহারও করতে।