WhatsApp আনল দুর্দান্ত নতুন ফিচার, 32 জন একসাথে করতে পারবেন এই কাজ! জানুন

Updated on 01-Nov-2023
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপ ইউজাররা একসাথে 32 জন ভিডিও কল করতে পারবেন

আপাতত হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ে 15 জন একসাথে কানেক্ট করতে পারবেন

নতুন ফিচার বর্তমানে iOS ইউজারদের জন্য প্রকাশ করা হয়েছে

WhatsApp তার ইউজারদের জন্য নতুন নতুন ফিচার চালু করতে থাকে। এবারও কোম্পানি একটি নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ ইউজাররা একসাথে 32 জন ভিডিও কল করতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ে 15 জন একসাথে কানেক্ট করতে পারবেন।

নতুন ফিচার বর্তমানে iOS ইউজারদের জন্য প্রকাশ করা হয়েছে। তবে Android ইউজারদের এখন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: লাভা আনছে সস্তা Lava Blaze 2 5G smartphone, 10 হাজার টাকার কম হবে দাম, জানুন লঞ্চ কবে?

WABetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী 32 জনের সাথে একসাথে ভিডিও কলিংয়ের ফিচারটি iOS 23.22.72 ভার্সনে দেখা যেতে পারে।

WhatsApp video call with 32 users

হোয়াটসঅ্যাপে 32 জন লোকেরা একসাথে ভিডিও কল করবেন কীভাবে:

  • সবার প্রথমে আপনাকে গ্রুপ চ্যাট ওপেন করতে হবে, যাদের আপনি কল করতে চাইছেন।
  • এবার স্ক্রিনের উপরে ভিডিও কল বা ভয়েস কলিং করার বোতামে ক্লিক করতে হবে।
  • এবার ok করুন।
WhatsApp New feature update

এছাড়া, সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর একাধিক অ্যাকাউন্টের সাপোর্টও চালু করা হয়েছে। নতুন ফিচারটি আসার পরে ইউজাররা একই অ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে, আপনাকে স্যুইচ করতে হবে।

আরও পড়ুন: Amazon GIF Finale Days Sale: জলের দরে কিনুন বাজেট ফোন, দাম মাত্র 5,299 টাকা থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :