হোয়াটসঅ্যাপে Blue Tick এবং Last Seen বন্ধ করবেন কীভাবে? জেনে নিন

Updated on 02-Sep-2021
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের Last Seen হাইড করবেন কি করে, জানুন

আপনি যদি নিজের মেসেজের ওপর এই নীল দাগ আড়াল করতে চান, জেনে নিন ট্রিক

পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি পড়েছেন কিনা তা সেই ইউজার বুঝতে পারবেন না

সাধারণত আপনি কখন হোয়াটসঅ্যাপে শেষবার অন হয়েছিলেন, তা জানা যায় লাস্ট সিন ফিচারের মাধ্যমে। ঠিক তেমনি আপনি কারোর মেসেজ পড়েছেন কিনা তা জানা যায় নীল দাগ বা Blue ticks ফিচারের মাধ্যমে। এইবার আপনি যদি কারোর মেসেজ এড়িয়ে যেতে চান, তবে সবচাইতে সেরা উপায় হল এই দুটি ফিচার বন্ধ করা। আপনি যদি বহুদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন অথচ এখনও অবধি না জেনে থাকেন যে কিভাবে লাস্ট সিন হাইড করবেন এবং ‘Blue ticks’ বন্ধ করবেন, তবে এখনই জেনে নিন-

হোয়াটসঅ্যাপের Last Seen হাইড করবেন কি করে?

আপনি শেষ কখন হোয়াটসঅ্যাপে অন হয়েছিলেন তা যদি আড়াল করতে চান, তবে

  • প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যান।
  • সেখানে গিয়ে প্রাইভেসি(Privacy) অপশনে ক্লিক করুন।
  • হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন মোবাইল ও ওয়েব ভার্সন দুটোতেই  রয়েছে ।
  • প্রাইভেসি অপশনে গিয়ে লাস্ট সিন অপশনে ট্যাপ করুন।
  • এরফলে আপনি তিনটি অপশন দেখতে পাবেন- ‘Everyone’, ‘My Contacts ’, ‘Nobody’।
  • ‘Everyone’ অপশনের অর্থ হল যারা আপনার কন্ট্যাক্টস এ আছেন, যারা কন্ট্যাক্টস এ নেই তারা প্রত্যেকে আপনার লাস্ট সিন দেখতে পাবেন।
  • ‘My Contacts’ অপশনের অর্থ হল যাদের নাম্বার আপনার মোবাইলে সেভ করা রয়েছে বা যারা আপনার কন্ট্যাক্টস এ রয়েছে তারা আপনার লাস্ট সিন দেখতে পাবে।
  • ‘Nobody’ অপশনের অর্থ হল কেউ আপনার লাস্ট সিন দেখতে পাবে না।
  • নিজের হোয়াটসঅ্যাপের লাস্ট সিন যদি সকলের জন্য বন্ধ করতে চান তবে ‘Nobody’ অপশনে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপের ‘Blue ticks’ বন্ধ করবেন কীভাবে-

সাধারণত আমরা যখন কাউকে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই, তখন সেই মেসেজ যাকে পাঠানো হয়েছে তিনি দেখেছেন বা পড়েছেন কিনা তা বুঝতে পারি মেসেজের ডান দিকের কোণায় দুটো নীল দাগের মাধ্যমে। ঠিক তেমনি আপনি অন্য কারোর থেকে পাওয়া মেসেজ পড়েছেন কিনা বা দেখেছেন কিনা, তা উলটো দিকের মানুষটি বুঝতে পারে এই ‘Blue ticks’-র মাধ্যমে। আপনি যদি নিজের মেসেজের ওপর এই নীল দাগ আড়াল করতে চান, বা অন্য কাউকে জানাতে চান না যে আপনি তাদের মেসেজ পড়েছেন, সেক্ষেত্রে-

  • নিজের ফোনে বা ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস অপশনে যান।
  • সেটিংস থেকে প্রাইভেসি অপশন সিলেক্ট করুন।
  • এরপর স্ক্রল ডাউন করে ’Read Receipts’  অপশনটিকে ডিসেবেল করুন।

এরফলে অন্যের পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি পড়েছেন কিনা তা সেই ইউজার বুঝতে পারবেন না। ঠিক তেমনি আপনার পাঠানো মেসেজ ইউজার পড়েছেন কিনা তাও আপনি বুঝতে পারবেন না। তবে আপনি যে কোনো সময়ে ’Read Receipts’ এনাবেল করে নীল দাগ ফিচার ফিরিয়ে আনতে পারেন।

Connect On :