এই স্মার্টফোনগুলিতে আর কাজ করবে না WhatsApp, আপনার মোবাইলও কী রয়েছে এই তালিকায়, জেনে নিন

Updated on 03-Dec-2024
HIGHLIGHTS

WhatsApp পুরনো অপারেটিং সিস্টেম ভার্সনে সাপোর্ট বন্ধ করতে চলেছে

5 মে 2025 থেকে মাত্র iOS ভার্সন 15.1 এবং তার চেয়ে নতুন ভার্সন হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে

গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য 15.1 ভার্সন বা তার চেয়ে নতুন আপডেট করতে হবে

WhatsApp অনেক পুরনো হওয়া অপারেটিং সিস্টেম ভার্সনে সাপোর্ট বন্ধ করতে চলেছে। এই লিস্ট সময়ে সময়ে আপডেট করা হয়। পুরনো Android এবং iOS ভার্সনে চলা ডিভাইসের গ্রাহকরা তাদের WhatsApp চ্যাট হারাতে পারেন। আসলে হোয়াটসঅ্যাপ তার সাপোর্ট বন্ধ করতে চলেছে পুরনো অপারেটিং সিস্টামে চলা স্মার্টফোনে। এখানে আমরা আপনাকে সেই সমস্ত ডিভাইসের তালিকা বলছি যেগুলির জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হতে চলেছে।

সবার আগে বলে দি যে হোয়াটসঅ্যাপ এর অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপ সার্ভিস Android 4 বা তার চেয়ে পুরনো এবং iOS 11 বা আরও পুরনো ভার্সনে চলা ডিভাইস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং আপডেট পাওয়া যাবে যা Android 5 বা তার চেয়ে নতুন এবং iOS 12 বা তার চেয়ে নতুন ভার্সনে কাজ করে। তবে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে আগামী বছরের মে মাসে।

আরও পড়ুন: প্রথম সেলে 17 হাজার টাকার ছাড়, আজ OPPO Find X8 সিরিজ সস্তায় কেনার সুযোগ

হোয়াটসঅ্যাপ এর FAQ পেজ অনুযায়ী, 5 মে 2025 থেকে মাত্র iOS ভার্সন 15.1 এবং তার চেয়ে নতুন ভার্সন হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে। যার মানে iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus গ্রাহকরা আগামী বছর মে মাস থেকে তাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

কীভাবে আপডেট করবেন WhatsApp

গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য 15.1 ভার্সন বা তার চেয়ে নতুন আপডেট করতে হবে। তার জন্য গ্রাহকদের সেটিং বিকল্পে গিয়ে জেনারল অপশনে যেতে হবে। এখানে Software Update চেক করতে হবে।

আরও পড়ুন: Amazon সেলে বাম্পার সস্তায় বিক্রি হচ্ছে নতুন Redmi 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :