WhatsApp Update: হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার, এবার স্ট্যাটাসে ট্যাগ করুন নিজের বন্ধুদের
মেটা মালিকানা কোম্পানি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে
লেটেস্ট ফিচারে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার বন্ধু বা যেকোনো কাউকে ট্যাগ করতে পারবেন
হোয়াটসঅ্যাপ এর এই ফিচারটি ধীরে ধীরে Android এবং iOS দুটি প্ল্যাটফর্মে রোলআউট করা হচ্ছে
মেটা মালিকানা কোম্পানি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি কোম্পানি দুটি নতুন আপডেট চালু করেছে। নতুন ফিচারগুলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাওয়া যাবে।
লেটেস্ট ফিচারে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার বন্ধু বা যেকোনো কাউকে ট্যাগ করতে পারবেন। শুধু তাই নয় ইউজাররা অন্য কারোর ছবি রি-শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর এই ফিচারটি ধীরে ধীরে Android এবং iOS দুটি প্ল্যাটফর্মে রোলআউট করা হচ্ছে।
আরও পড়ুন: ডুয়াল স্ক্রিন সহ সস্তা 5G ফোন আনল Lava, 50MP ক্যামেরা সহ রয়েছে আইফোনের মতো একশন বোতাম
WhatsApp Status পেল নতুন ফিচার
নতুন আপডেটের পর হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস অনেকটা Instagram Stories এর মতো কাজ করছে। তবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের নতুন ফিচারে আপনি প্রাইভেট করে কাউকে ট্যাগ করতে পারেন। যার মানে আপনি যাকে ট্যাগ করবেন শুধু সেই ওই স্ট্যাটাস দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপের ফিচারের আরেকটি সুবিধা হবে যে আপনাকে যদি কেউ ট্যাগ করে তবে আপনি সেই স্ট্যাটাস আপনার হোয়াটসঅ্যাপে রি-শেয়ার করেত পারবেন। বলে দি যে এই ফিচার Facebook এবং Instagram এ আগে থেকে দেওয়া। লেটেস্ট ফিচার সম্পর্কে হোয়াটসঅ্যাপ তার ব্লগ পোস্টে জানিয়েছে। তবে আপাতত নতুন ফিচারের আপডেট কিছু ইউজারদের দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jio 899 vs 999 Recharge Plan: দুটি রিচার্জ প্ল্যানে 100 টাকার ফারাক, কোন রিচার্জে মিলবে বেশি সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile