WhatsApp আনছে দুর্দান্ত নতুন ফিচার, ইউজারদের এই সমস্যার হবে সমাধান

WhatsApp আনছে দুর্দান্ত নতুন ফিচার, ইউজারদের এই সমস্যার হবে সমাধান
HIGHLIGHTS

Whatsapp ইউজারদের ব্যাকআপ ফাইলের সাইজ ম্যানেজ করার জন্য নতুন ফিচার আনতে চলেছে

নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের দেখা মিলেছে WABetaInfo সাইটে

হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে “Manage Backup Size” নামে একটি ফিচারের দেখা মিলেছে

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের ব্যাকআপ ফাইলের সাইজ ম্যানেজ করার জন্য নতুন ফিচার আনতে চলেছে। ইউজারেরা এই ব্যাকআপ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন প্রায়শই, যে কারণে তাদের পছন্দের মেসেজ, ফটো ডিলিট করে দিতে হয়েছে। স্টোরেজ ব্যাকআপ বিষয়ক এই নতুন ফিচারের পরীক্ষা-নিরীক্ষা এখনো চলছে। কিছুদিন আগেই  এই ফিচারের বিটা টেস্টিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের দেখা মিলেছে WABetaInfo সাইটে। হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে “Manage Backup Size” নামে একটি ফিচারের দেখা মিলেছে যা ইউজারকে অ্যালাউ করে ক্লাউডে আপলোড করা ব্যাকআপকে কন্ট্রোল করার জন্য।

যদি জানবার চেষ্টা করা হয় যে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কেন এই ফিচারের ওপর কাজ করছে তাহলে বলা যেতে পারে নতুন ফাইল এবং অ্যাটাচমেন্ট অ্যাড হবার  ফলে ব্যাকআপ ফুল হয়ে যায়। বছরের পর বছর ধরে বেশ কিছু ইউজারের একাধিক হাই স্টোরেজের ডেটা মোবাইলে স্টোর হয় যার কিছুটা পরিমাণ ডেটাকে প্রতিদিন আই ক্লাউড বা গুগল ড্রাইভে আপলোড করতে হয়।

WABetaInfo সাইটের শেয়ার করা স্ক্রিনশট অনুসারে নতুন ফিচারে ইউজার কিছু ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্টকে বাদ দিতে পারবে ব্যাকআপ সাইজ কমানোর জন্য। WABetaInfo সাইটের তরফে আরও জানানো হয়েছে যে গুগল ড্রাইভের আনলিমিটেড স্টোরেজ ভবিষ্যতে লিমিটেড হয়ে যাবার সম্ভাবনা থাকার ফলে হোয়াটসঅ্যাপের এই  ব্যাকআপ  ফাইল ম্যানেজমেন্টের বিষয়টিকে নিয়ে আসা হচ্ছে। WABetaInfo  গুগল ফটো অ্যাপের স্টোরেজ ক্যাপাসিটি কমে যাবার বিষয়টিকেও নজরে রেখেছে।

এছাড়াও হোয়াটসঅ্যাপ আরও বেশ কয়েকটি নতুন ফিচার আনার পরিকল্পনা করছে ইউজারদের জন্য। যার মধ্যে ইউজারেরা নিজেদের কিছু নির্দিষ্ট কন্ট্যাক্টের থেকে নিজেদের প্রোফাইল ফটো এবং অ্যাক্টিভ স্টেটাস হাইড করতে পারবেন। এছাড়াও এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাকআপ সংক্রান্ত আরও কিছু ফিচার আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের ‘Manage Backup Size’ ফিচারের স্পেসিফিকেশন আরও উন্নত হবে কিনা তা জানা যায়নি।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo