WhatsApp-এ হাজির নতুন আপডেট, অ্যানিমেটেড স্টিকার প্যাক, ওয়ালপেপার, স্টিকার সহ রয়ছে একাধিক ফিচার

WhatsApp-এ হাজির নতুন আপডেট, অ্যানিমেটেড স্টিকার প্যাক, ওয়ালপেপার, স্টিকার সহ রয়ছে একাধিক ফিচার
HIGHLIGHTS

Whatsapp-এ নতুন কাস্টম ওয়াল পেপার, আলাদা থিমের ওয়ালপেপার, স্টিকারের জন্য সার্চ ফিচার ও নতুন অ্যানিমেটেড প্যাক মতো কিছু দুর্দান্ত ফিচার এসছে

হোয়াটসঅ্যাপে এসছে নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাক। এই নতুন স্টিকার ফিচার WHO-র 'Together at Home' আপডেট করেছে

WhatsApp-এর প্রতিটি কনট্যাক্ট বা গ্রুপের জন্য ইচ্ছেমতো আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারেন

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp গত কিছু দিনের মধ্যে একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি সংস্থাল গ্রাহকদের জন্য Disappearing Messages ফিচার নিয়ে আসে। এবারও নতুন ফিচার নিয়ে এসছে  WhatsApp। সংস্থা তার চ্যাটিং অ্যাপে নতুন কাস্টম ওয়াল পেপার (Custom Wallpaper), আলাদা থিমের ওয়ালপেপার, স্টিকারের জন্য সার্চ ফিচার (Sticker Search) ও নতুন অ্যানিমেটেড প্যাক (Animated Pack) মতো কিছু দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে।

Facebook মালিকানাধীন এই চ্যাটিং প্ল্যাটফর্মে একাধিক সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। তবে আসুন জেনে নেওয়া যাক WhatsApp এর নতুন ফিচার সম্পর্কে…

WhatsApp New Wallpapers

এই ফিচারে ব্যবহারকারীরা WhatsApp-এর প্রতিটি কনট্যাক্ট বা গ্রুপের জন্য ইচ্ছেমতো আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারেন। একটি বিবৃতিতে সংস্থা জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ইউজাররা আরও সহজভাবে চ্যাটিং করতে পারবে। এর জন্য সংস্থা ওয়ালপেপারের লম্বা লিস্ট নিয়ে এসছে। এর মধ্যেই রয়েছে কাস্টম চ্যাট ওয়ালপেপার্স, ডুডল ওয়ালপেপার্স, লাইট অ্যান্ড ডার্ক ওয়ালপেপার্স ইত্যাদি। এই লাইট অ্যান্ড ডার্ক ওয়ালপেপার্স আসলে অ্যাপের লাইট এবং ডার্ক মোডের উপরে নির্ভরশীল। এছাড়াও আরও বেশ কিছু ওয়ালপেপার্স নিয়ে এসেছে WhatsApp।

WhatsApp New Update

WhatsApp New animated sticker pack

হোয়াটসঅ্যাপে এসছে নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাক। এই নতুন স্টিকার ফিচার WHO-র 'Together at Home' আপডেট করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ব্যবহারকারীদের মধ্য়ে 'Together at Home' স্টিকার প্যাকটি বেশ জনপ্রিয়। সংস্থা জানায় যে অ্যানিমেটেড স্টিকার প্যাকটি আগের চেয়ে আরও আকর্ষণীয় হতে চলেছে। নয়টি ভাষায়- আরবিক, ফ্রেঞ্চ, জার্মান, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ এবং তুর্কিশ এই অ্যানিমেটেড স্টিকারগুলি ব্য়বহার করা যাবে।

WhatsApp New Sticker Search Feature

WhatsApp প্ল্যাটফর্মে তৃতীয় নতুন ফিচার হল স্টিকার সার্চ (WhatsApp Sticker Search)। এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজের পছন্দের মতো স্টিকার সার্চ করতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে হরেক রকমের GIF এবং EMOJI পাঠানোর সুযোগও থাকছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo