হঠাৎ টাকার দরকার? WhatsApp নিয়ে আসছে পেমেন্ট সর্ভিস

হঠাৎ টাকার দরকার? WhatsApp নিয়ে আসছে পেমেন্ট সর্ভিস
HIGHLIGHTS

WhatsApp Payment ব্যবস্থা এখন ন্যাশনাল পেমেন্টস আর কর্পোরেশন অফ ইন্ডিয়া-র সম্মতির অপেক্ষায় রয়েছে

পেমেন্ট পরিষেবার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনে ঋণ দিতেও আগ্রহী WhatsApp

অনেকদিন ধরেই হোয়াট্সঅ্য়াপ পেমেন্ট (WhatsApp Payment) শুরু হওয়ার কথা চলছিল। কিন্তু এখনও তা সব গ্রাহকদের ফোন অবদি পৌঁছায়নি। WhatsApp Payment ব্যবস্থা এখন ন্যাশনাল পেমেন্টস আর কর্পোরেশন অফ ইন্ডিয়া-র সম্মতির অপেক্ষায় রয়েছে। তবে পেমেন্ট পরিষেবার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনে ঋণ দিতেও আগ্রহী WhatsApp।

সম্প্রতি ভারতে এসেছে ‘Amazon Pay Later’ পরিষেবাটি। এবার জনপ্রিয় ই-কমার্স কোম্পানি ‘Amazon Pay Later’ পরিষেবাটি। জানা গিয়েছে, রোজকার কেনাকাটা ছাড়াও ভারতের গ্রামীন ক্ষুদ্র ব্যবসায় ঋণ দিতে আগ্রহী এই মার্কিন সংস্থা। কিন্তু কীভাবে ধার দেওয়া হবে সেই বিষয়ে নিয়ে বিস্তার ভাবে জানা যায়নি।

পেমেন্ট সার্ভিস লঞ্চের পরেই ঋণদান পরিষেবা নিয়ে আসবে WhatsApp। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে দেশে ঋণের চাহিদা বাড়রে পারে। সেই সুযোগেই নতুন ব্যবসার পালে হাওয়া লাগাতে চাইছেন মার্ক জাকারবার্গ।

ভারতের প্রায় ৪০ কোটি মানুষ নিয়মিত WhatsApp ব্যবহার করেন। WhatsApp Payment বা ঋণ দেওয়ার পরিষেবা চালু হলে দেশের অসংখ্য সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্টের পরিষেবার সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন বলে মত, বিশেষজ্ঞ মহলের।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo