এবার WhatsApp নিজেদের পছন্দের চ্যাটকে টপ পিন করতে পারবে ইউজার্সরা

Updated on 02-May-2017
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড পুলিস অনুসারে WhatsApp এর এই নতুন ফিচারটি বিটা ভার্শন 2.17.১৬২ আর 2.17.163 তে পাওয়া যাচ্ছে

আপনার সবথেকে পছন্দের চ্যাটকে হোয়াটসঅ্যাপে পিন করার জন্য এবার আপনি চ্যাটকে প্রেস আর হোল্ড করার পরে পিনের নতুন অপশন দেখতে পাবেন. এরপরে আপনি আপনার চ্যাটকে টপ পিন করতে পারবেন. এই ফিচারের মাধ্যমে আপনি সবথেকে বেশি তিনটি চ্যাটকে টপ পিন করতে পারবেন.

এছাড়া আপনি যদি কোন গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটকে আনপিন করতে চান তবে আপনাকে একই রকম ভাবে তা করতে হবে. এর জন্য আপনাকে আপনার কোন চ্যাটকে প্রেস আর হোল্ড করার পর পিন চ্যাটের অপশন আসবে যা আপনাকে ডিসেবেল করতে হবে.

আরো দেখুন: One Plus5 স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে

এছাড়া এই খবর পাওয়া গেছে যে WhatsApp চেঞ্জ নম্বর ফিচারকেও আপডেট টেস্ট করছে. এই ফিচারটি টেস্টিং এর পরে ইউজার্সদের জন্য সেল আউট করা হবে.

আরো দেখুন: Jioর এই নতুন প্ল্যানটির বিষয়ে জানুন, অনেক বেশি 4G ডাটা পাওয়া যাচ্ছে

আরো দেখুন: Samsung এর AI অ্যাসিস্টেন্স Bixby এবার ভয়েস কমান্ড ফিচার সাপোর্ট করবে

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :