WhatsApp -এ এখন এমন একটি বিশেষ ফিচার আছে যার সাহায্যে আপনি এই অ্যাপ একটি পাসওয়ার্ডের সাহায্যে লক করে রাখতে পারেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনও অ্যাপকে লক করে রাখতে চান তখন?
ধরুন আপনি কাউকে আপনার WhatsApp থেকে কিছু দেখতে বা পড়তে দিয়েছেন, তখন তিনি যদি আপনার অন্য কোনও গোপন চ্যাট পড়ে নেন তখন? এখনও পর্যন্ত সেটার জন্য চ্যাট আর্কাইভ করে রাখার একট অপশন ছিল। যদিও সেটা বিশেষ নিরাপদ ছিল না।
যে কেউ আর্কাইভ চ্যাট খুলে দেখতে পারে। এখন এই ফাঁক ফোকর আটকাতে এই অ্যাপের তরফে একটি নতুন ফিচার আনা হচ্ছে যার সাহায্যে আপনি আপনার চ্যাটগুলোকে আলাদা আলাদা ভাবে লক করে রাখতে পারবেন। যে অ্যাপে মনে করবেন গোপন তথ্য আছে সেগুলোকে এভাবে আলাদা করে লক করে রাখতে পারবেন আপনি।
WhatsApp -এর তরফে Chat Lock ফিচার আনা হয়েছে। এটার সাহায্যে ব্যবহারকারীরা এখন চাইলে পাসওয়ার্ড দিয়ে কোনও নির্দিষ্ট চ্যাটকে লক করে রাখতে পারবেন। এর সাহায্যে এই অ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি এবং নিরাপত্তা আরও বাড়িয়ে তুলছে।
WhatsApp -এর তরফে জানানো হয়েছে এই চ্যাট লক ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের বিশেষ এবং গোপন কথোপকথনকে একটি আলাদা ফোল্ডারে রাখতে পারবেন যেটা কেবল তাঁরাই বায়োমেট্রিক বা পাসওয়ার্ডের সাহায্যে খুলতে পারবেন। ফলে আপনি তখন নির্দ্বিধায় আপনার ফোন অন্য কারও হাতে দিয়ে পারবেন। তখন আর কেউই আপনার সেই চ্যাট দেখতে পারবেন না। এই ফিচারের সাহায্যে যে মেসেজ পাঠাচ্ছে তাঁর নাম পর্যন্ত হাইড করে দেওয়া হবে মেসেজ প্রিভিউতে।
WhatsApp -এর তরফে অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয়েছে, একান্ত ব্যক্তিগত বা গোপন কথোপকথনকে এবার পাসওয়ার্ডের সাহায্যে নিরাপদে রাখুন। আলাদা ফোল্ডার করে রাখা যাবে এখন এই চ্যাট। যাঁদের চ্যাট আপনি এই ফোল্ডারে রাখবেন তাঁদের কেউ যখন আপনাকে মেসেজ করবে তখন তাঁদের নাম দেখানো হবে না মেসেজ প্রিভিউতে।
চ্যাট লক আদতে হল WhatsApp -এর প্রাইভেসি ফিচার যেমন এন্ড টু এন্ড এনক্রিপশনের মতো একটা অঙ্গ। এই কোম্পানির তরফে বলা হয়েছে তাদের গ্রাহকরা তাঁদের চ্যাটকে এখন এই ফিচারের সাহায্যে নিরাপদে রাখতে পারবেন।
WhatsApp -এর নতুন ভার্সন ডাউনলোড করুন।
এবার যে চ্যাট আপনি লক করতে চান সেখানে যান।
এবার চ্যাট বা গ্রুপের প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
দেখুন আপনি এবার এখানে চ্যাট লক বলে একটা নতুন অপশন পাবেন। Disappearing মেসেজের ঠিক নিচে। সেখানে ক্লিক করুন।
এবার চ্যাট লক অন করুন। এবং আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে সেটা নিশ্চিত করুন।
WhatsApp -এ যান। তারপর আপনার হোমপেজে যান।
এবার একদম নিচে নেমে আসুন লকড চ্যাটে।
এবার যে চ্যাট খুলতে চান সেটাকে ক্লিক করুন।
আপনার পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিন।
মনে রাখবেন একবার এই লক চ্যাট অপশন অন করে দিকে সেটা যতক্ষণ না আনলক করবেন দেখা যাবে না। আর একাধিক চ্যাটকে লক করা যাবে চাইলে।