নতুন এক ফিচার এল হোয়াটসঅ্যাপে, এবার এই সব কাজও হোয়াটসঅ্যাপে করা যাবে
হোয়াটসঅ্যাপের সঙ্গে কিছু নতুন গ্রুপ ফিচার যুক্ত করা হয়েছে, এদের মধ্যে ডেস্ক্রিপশান, মোশান আর ম্যান কন্ট্রোল অন্যতম প্রধান
গত মঙ্গলবারে হোয়াটসঅ্যাপ নিজেদের গ্রুপ ইত্যাদিএর জন্য নতুন কিছু ফিচার্স নিয়ে এসেছিল। আর এই ফিচার্স গুলি অ্যান্ড্রয়েড আর iOSদুই মাধ্যমেই দেওয়া হেয়ছে। তবে এই সব ফিচার্স বিটা আপডেট, স্টেবেল বিল্ড আর অন্যান্য প্ল্যাটফর্মে দেখা গেছে, তবে এবার এগুলি ডিসেবেল হতেও দেখা গেছে। এই ফিচার্স গুলি এবার আপনাদের অন্য এক স্বাধিন্তার স্বাদ দেবে আপনারা কোন গ্রুপ ডেসক্রিপশান সেট করতে পারবেন। আর এছাড়া গ্রূপ অ্যাডমিন্দে জন্য নতুন কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়েছে। আর এছাড়া এতে মেনশান ফিচারও দেওয়া হেয়ছে। এই সব ফিচার্স নতুন আর এক্সিস্টিং সব গ্রুপেই পাওয়া যাবে।
আসুন এবার তবে দেখা যাক যে এই ফিচার্স গুলি আদতে কী, আর কীভাবে এগুলি কাজ করে। এবার যারা কোন গ্রুপ তৈরি করবেন তারা এর জন্য ডেস্ক্রিপ্সহান সেট করতে চাইলে এর জন্য এটি সেট করার পরে ইউজার্সরা অন্য গ্রুপের অংশগ্রহণ দেখা যাবে আর এর মাধ্যমে তারা জানতে পারবেন যে এই গ্রুপ কোন বিষয়ের ওপরে তৈরি করা হয়েছে। অ্যাডমিন এটী চেঞ্জ করতে পারবেন, আর গ্রুপের অন্য কোন সদস্যও এটি বদলাতে পারবেন। আর এছাড়া অ্যাডমিনের এই বিষয়েও স্বাধীনতা থাকবে যে তিনি আর কাউকে এটা করার অনুমতি নাও দিতে পারেন।
সদ্য লঞ্চ হওয়া অসাধারন ফোন গুলি এবার এল হাতের মুঠোয়! এগুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
আর এছাড়া এবার গ্রুপ অ্যাডমিং এই বিষয়টি সুনিশ্চিত করতে পারবনে যে অন্য কোন ব্যাক্তি গ্রুপের সাব্জেক্ট আর আইকন যাতে চেঞ্জ করতে না পারে। আর এছাড়া এবার একজন অ্যাডমিন অন্যদের অ্যাডমিন পারমিশান সরিয়েও দিতে পারবেন। আর এছাড়া যে গ্রুপ তৈরি করেছে সে শেষ পর্যন্ত এই গ্রুপের অংশ থাকতে পারবেন।
আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে অন্য একটি নতুন ফিচারও এতে দেওয়া হয়েছে, জার নাম দেওয়া হয়েছে মোশান। আর এই গ্রুপ ক্যাচ আপ্ন্রা করতে পারবেন। আর এর মাশ্যমে আপনারা সেই সব মেসেজ রাখতে পারবেন যাতে তার মেনশান আছে। আর এছাড়া এই সব মেসেজকেও বন্দ করা সম্ভব যারা রিপ্লাই করেছে। আর এর জন্য ইউজার্সদের শুধু @button য়ে ক্লিক করতে হবে। আর এবার আপনারা বটম সাইটের কর্নারে এটি দেখতে পারবেন।
আর এই সবের শেষে আপনাদের এও বলে রাখি যে এবার আপনারা কোন পার্টিসেইপেন্টে বন্ধ করতে পারবেন আর এরকম করার জন্য আপনাকে গ্রুপে ইনফো সেকশানে যেতে হবে, আর এর পরে আপনারা এটি দেখতে পারবেন।