WhatsApp এখন যোগাযোগ ব্যবস্থার অন্যতম সহজ মাধ্যম। ভিডিও কল করা হোক, কিংবা ভয়েস কল, ডকুমেন্ট পাঠানো হোক বা অন্য মিডিয়া ফাইল আর আড্ডা দেওয়া তো আছেই সবের জন্যই এখন WhatsApp বিশ্ব জুড়ে বহু মানুষে প্রথম পছন্দ। কিন্তু এই অ্যাপের একটি সমস্যা আছে। এখানে ছবি পাঠালে সেটার কোয়ালিটি নষ্ট হয় যায়। ব্যবহারকারীরা বহুদিন ধরেই জানিয়েছেন যে তাঁরা WhatsApp -এ ছবি পাঠালে সেটা ফেটে যায়। হাই কোয়ালিটি ছবি পাঠানো যায় ।
বর্তমানে WhatsApp ব্যবহারকারীরা তিন ধরনের ফটো কোয়ালিটি পেয়ে যান, অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার। বেস্ট কোয়ালিটি করে ছবি পাঠালে সব থেকে ভালো মানের ছবি পাঠানো যায়। কিন্তু যতই যাই হোক আসল ছবির থেকে মান কিছুটা হলেও কমে। কম্প্রেসড হয়েই ছবি ডেলিভার হয়। ফলে অনেকেই এই বিষয়টা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আর হবে নাই না কেন, সাধের কোনও ছবি যদি বন্ধুর থেকে খারাপ মানের আসে তাহলে মন খারাপ তো হবেই! তবে এবার WhatsApp এই সমস্যার সমাধান করতে চলেছে।
WaBetaInfo -এর তরফে জানানো হয়েছে যে বর্তমানে এই Instant Messaging App-টি এই ফিচার নিয়ে কাজ করছে। তাদের একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। এই ফিচারের সাহায্যেই ব্যবহারকারীরা অরিজিন্যাল কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। WhatsApp এবার সেই সুযোগ দেবে। WhatsApp Beta -এ এই ফিচারটি অ্যান্ড্রয়েড 2.23.2.11 এ প্রথমবার দেখা যায়। ফলে বোঝাই যাচ্ছে এখনও এই ফিচার নিয়ে পরীক্ষা চলছে। ফলে যাঁরা WhatsApp Beta ব্যবহার করেন তাঁরাই এখন এই ফিচারের সুবিধা পাবেন।
WaBetaInfo -এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে ড্রয়িং টুল হেডারে ব্যবহারকারীদের জন্য একটি নতুন সেটিংস আইকন যোগ করা হবে। এটার সাহায্যে আপনি ছবি পাঠানোর আগে কেমন কোয়ালিটির ছবি পাঠাতে চান সেটা বেছে নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে অরিজিন্যাল কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন বা বেস্ট কোয়ালিটির। এখন এই ফিচার তৈরি করা হচ্ছে। আগামীতে মনে করা হচ্ছে এই ফিচার সকলের জন্য উপলব্ধ করা হবে।
কিন্তু হ্যাঁ অরিজিন্যাল কোয়ালিটির ছবি আপনি যেমন WhatsApp -এর মাধ্যমে পাঠাতে পারবেন তেমনই আপনার ফোনের স্টোরেজ কিন্তু ভারী হতে থাকবে। সেটাও মাথায় রাখবেন। কারণ যত ভালো কোয়ালিটির ছবি পাঠাবেন বা যত বড় সাইজের ছবি পাঠাবেন আপনার ফোনের স্টোরেজ কিন্তু সেট তত অকুপাই করতে থাকবে। ফলে আপনাকে এই দিকটাও ভেবে দেখতে হবে। কারণ WhatsApp -এ এখন যেভাবে কম্প্রেসড ছবি যায় তাতে সেটা বেশি জায়গা নেই না। কিন্তু বড় বা অরিজিন্যাল কোয়ালিটির ছবি পাঠালে সেটা কিন্তু বেশি জায়গা নেবেই।
এই বিষয়ে বলে রাখা ভাল, WhatsApp -এ কিন্তু একটি বিশেষ ফিচার আছে যার সাহায্যে আপনি আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারেন। ছবি, ভিডিও, ডকুমেন্ট বা GIF- এ যাতে মেমোরি ভরে না যায় সেটার জন্যই এই ফিচার রাখা হয়েছে। আপনি চাইলে আপনার ফোনের যে মিডিয়া অটো ডাউনলোড অপশন আছে সেটা অফ করে রাখতে পারেন। এতে সব ছবি ভিডিও ডাউনলোড হবে না।আপনি যেগুলো চাইবেন সেগুলোই কেবল ডাউনলোড হবে।
তবে খালি ছবির মান নয়, আরও একটি ফিচার নিয়ে WhatsApp এখন কাজ করছে। এই ফিচারের সাহায্যে ভয়েস নোট যা আমরা বন্ধুদের পাঠিয়ে থাকি WhatsApp -এ সেটা এবার স্ট্যাটাসে দেওয়া যাবে। এটাও এখন পরীক্ষা করা হচ্ছে। আগামীতে আনা হবে সমস্ত ব্যবহারকারীদের জন্য।