WhatsApp -এর তরফে গতবছর Disappearing মেসেজ অপশন নিয়ে আসা হয়েছিল। প্রাইভেসি সংক্রান্ত ফিচার হিসেবে এটিকে লঞ্চ করা হয়। এখন এই ফিচারের নতুন আপডেট আনা হল।
Keep in Chat নামক একটি নতুন ফিচার এল WhatsApp -এ। এখন Disappearing মেসেজ অন থাকলেও জরুরি মেসেজ রাখা যাবে চ্যাটে। সেগুলো আর ডিলিট হয়ে যাবে না।
এই Disappearing মেসেজ অপশন অন করে রাখলে ব্যবহারকারীদের চ্যাট থেকে 24 ঘণ্টা, 7 দিন বা 90 দিন অন্তর সমস্ত মেসেজ উড়ে যায়। এর ফলে অনেক সময়ই কিছু জরুরি মেসেজও রিমুভ হয়ে যায়। পরে চাইলে তখন আর পাওয়া যায় না।
তাই সেই সমস্ত জরুরি মেসেজ রাখতে Keep in Chat অপশন ব্যবহার করা যাবে। এর সাহায্যে কোনও চ্যাটে থাকা জরুরি ভয়েস নোট, বা মেসেজ রাখা যাবে যতই Disappearing মেসেজ অপশন অন থাক না কেন।
এই কোম্পানির তরফে জানানো হয়েছে তারা এই Keep in Chat এনেছে যাতে আপনার পরে দরকার পড়তে পারে এমন চ্যাট আপনি রেখে রেখে দিতে পারেন। আপনি যেহেতু মেসেজটা পাঠিয়েছেন সেহেতু এটা আপনার উপরই নির্ভর করবে যে অন্যের চ্যাটে সেই মেসেজ থাকবে কি না।
জানা গিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার সবার কাছে পৌঁছে যাবে। এবার দেখুন এটা কীভাবে কাজ করে।
আপনি যদি কোনও চ্যাটের কোনও মেসেজ রেখে দিতে চান তার জন্য আপনাকে সেই নির্দিষ্ট মেসেজটি দীর্ঘক্ষণ ক্লিক করে ধরে রাখতে হবে। এবং সেভ আইকনে তারপর ক্লিক করতে হবে যেটা আপনার স্ক্রিনের উপরে দেখাবে।
ধরা যাক আপনাকে কেউ কোনও মেসেজ পাঠিয়েছেন। আপনি সেই মেসেজ রাখতে চান। আপনি যেই সেটাকে সেভ করবেন, অমনি যিনি এত পাঠিয়েছেন তান কাছে নোটিফিকেশন যাবে। তিনি এই সিদ্ধান্তে নিজে মতামত জানাতে পারবেন যে তিনিও চান কিনা যে এই মেসেজ থাকুক বা না থাকুক।
যদি যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি ঠিক করেন যে এই মেসেজটি থাকবে না তাহলে নির্দিষ্ট সময়ের পর সেটা ডিলিট হয়ে যাবে।
Meta -এর সিইও Mark Zuckerberg এই বিষয়ে বলেছেন, যাঁদের Disappearing মেসেজ অন আছে তাঁরা সেই চ্যাটের কোনও মেসেজ দীর্ঘক্ষণ ক্লিক করে থেকে সেই মেসেজটি রেখে দিতে পারেন। যিনি পাঠিয়েছেন মেসেজটি তাঁর কাছে সেক্ষেত্রে নোটিফিকেশন যাবে। তিনিই সিদ্ধান্ত নেবেন নে সেই মেসেজটি থাকবে নাকি ডিলিট হয়ে যাবে।
ফলে মেসেজের নিরাপত্তা মেসেজ প্রেরকের কাছেই থাকবে। আপনি যদি মেসেজ প্রেরক আপনি ঠিক করবেন যে সেই মেসেজ থাকবে কিনা।
আপনি যে মেসেজ WhatsApp -এ সেভ করবেন সেটা বুকমার্ক আইকন দিয়ে নোট হয়ে যাবে। এবং kept মেসেজ ফোল্ডারে গিয়ে এই চ্যাটের মেসেজ দেখা যাবে।