এই নতুন ফিচারের মাধ্যমে আপনি 100 র থেকেও বেশি কন্ট্যাক্ট একসঙ্গে শেয়ার করতে পারবনে
জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ WhatsApp একটি নতুন ফিচার নিয়ে আসার তোড়জোড় করছে. আপাতত WhatsApp এই ফিচারটির টেস্টিং করছে. WhatsApp এর এই নতুন ফিচারের ফলে আপনি এক সঙ্গে মাল্টিপেল কন্ট্যাক্টস শেয়ার করতে পারবেন.
এখন আপনি এই ম্যাসেঞ্জিং অ্যাপে এক সঙ্গে একটি কন্ট্যাক্টই শেয়ার করতে পারেন. মনে করা হচ্ছে যে WhatsApp এই আপডেটটি শীঘ্রই সমস্ত ইউজার্সদের জন্য সেল আউট করে দেবে. এই আপডেটের পর আপনি একজনকে এক সঙ্গে অনেক বেশি কন্ট্যাক্ট শেয়ার করতে পারবেন.
আপনি যদি একসঙ্গে অনেক ইউজার্সকে কন্ট্যাক্টস পাঠাতে চান তো আপনি এক বারে একটি কন্ট্যাক্টই শেয়ার করতে পারবেন. আপনাদের জানিয়ে রাখি যে, এই নতুন ফিচারের মাধ্যমে আপনি 100 রও বেশি কন্ট্যাক্টস একসঙ্গে শেয়ার করতে পারবেন.
এই ফিচারটি ইন্ডিভিজুয়াল চ্যাটিং আর গ্রুপ দুটিতেই কাজ করবে. আপনাদের জানিয়ে রাখি যে, WhatsApp এখন এই ফিচারের টেস্টিং করছে. টেস্টিং এর পরে এই ফিচারটি ইউজার্সদের জন্য আপডেট এর মাধ্যমে সেল আউট করা হবে. যদিও এই বিষয়ে কোম্পানির তরফে কোন খবর দেওয়া হয়নি.