হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, Send করার আগে শুনতে পারবেন Voice Message

Updated on 27-Aug-2021
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ ফিচারে নতুন আপডেট আনতে চলেছে

ইউজারেরা ভয়েস মেসেজ পাঠানোর আগে শুনেতে পারবেন

WhatsApp ভয়েস মেসেজের ক্ষেত্রে দুটি নতুন ফিচার আনতে চলেছে

ফেসবুক অধীনস্থ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ ফিচারে নতুন আপডেট আনতে চলেছে। সূত্রের খবর যদি সঠিক হয় তবে তাহলে নতুন এই আপডেটে ইউজারেরা কোনো ভয়েস মেসেজ পাঠানোর আগে তা শুনতে পারবেন। নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস টেস্টারের অধীনে রয়েছে এখনও পর্যন্ত। প্রসঙ্গত কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে ভয়েস মেসেজের স্পিড বাড়ানো হয়েছে।

একটি টিপস্টার সংস্থার সূত্রে জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের ক্ষেত্রে দুটি নতুন ফিচার আনতে চলেছে। জানা গিয়েছে নতুন আপডেটে ইউজার অডিও মেসেজের ওয়েভফর্ম মেসেজ রেকর্ড করার সময় দেখতে পারবে। সেইসঙ্গে নতুন ফিচার হিসেবে আসতে পারে স্টপ বাটন, যেখানে ইউজার মেসেজ রেকর্ডিং করা থামিয়ে মাঝপথে রেকর্ড করা মেসেজ শুনে নিতে পারবে, মেসেজ সেন্ড করার আগে।

সূত্রের খবর হিসেবে জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপের নতুন ভয়েস ফিচারগুলির মধ্যে প্রথম ফিচার হিসেবে আসতে পারে, ব্যবহারকারী নিজের অডিও মেসেজের ওয়েভফর্ম দেখতে পারবেন। প্রয়োজন পড়লে রেকর্ডিং মাঝপথেই থামিয়ে দিতে পারবেন সংশোধনের জন্য। দ্বিতীয় ফিচার হিসেবে আসতে পারে কোনো ভয়েস মেসেজ পাঠানোর আগে ইউজার তা শুনতে পারবেন। হোয়াটসঅ্যাপের স্টপ বাটন ফিচারের মাধ্যমে ইউজার মাঝপথে মেসেজ রেকর্ডিং থামিয়ে পুনরায়  সঠিক মেসেজ রেকর্ড করার সুযোগ পাবেন।

নতুন ফিচারে থাকতে পারে ডিলিট বাটন, রেকর্ডিং পছন্দ না হলে ইউজার ডিলিট বাটনে ক্লিক করে সরাসরি ডিলিট করে দিতে পারবেন।

এখনও অবধি এই নতুন ভয়েস ফিচারগুলি উপভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইওএস বেটা টেস্টারেরা। তাই আপনি যদি কোনো বেটা টেস্টার হয়ে থাকেন তবে এই নতুন ফিচার এনজ্য় করতে এখনই নিজের অ্যাপ আপডেট করুন। তবে এখনও অবধি জানা যায়নি যে নতুন এই ভয়েস  ফিচার নন-বেটা টেস্টারেরা ব্যবহার করতে পারবেন কিনা।

প্রসঙ্গত দেখা গিয়েছে যে  মেসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপের তরফে মেসেজ রিঅ্যাকশন বিষয়ক নতুন ফিচার আনার জন্য টেস্টিংয়ের  কাজ চলছে। এই ফিচারে ইউজার কোনো মেসেজে রিয়্যাক্ট করতে মেসেজের ওপর ইমোজি অ্যাড করতে পারবেন। এই রিঅ্যাকশন ফিচার টুইটার , আই –মেসেজ, মেসেঞ্জার এবং ইন্সটাগ্রাম মেসেজের ক্ষেত্রেও উপলব্ধ।

Connect On :