Facebook এর মতো এবার WhatsApp এও বানানো যাবে Avatar! কীভাবে? দেখুন
WhatsApp লঞ্চ করল তাদের নতুন Avatar ফিচার
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপে বানানো যাবে নিজের অবতার
সঙ্গে পাবেন একাধিক স্টিকার যা পাঠাতে পারবেন বন্ধুদের
WhatsApp আরও একটি নতুন ফিচার নিয়ে এল। এই Instant Messaging App লঞ্চ করল Avatar ফিচার। কিন্তু বর্তমানে এই ফিচার কিছু নির্দিষ্ট ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। যাঁরা বিটা ভার্সন ব্যবহার করেন হোয়াটসঅ্যাপের তাঁরাই এখন এই ফিচার ব্যবহার করতে পারবেন। WaBetaInfo এর তরফে জানানো হয়েছে যে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার অন্যতম মাধ্যম হল এই অবতার। কিন্তু সবার জন্য এই ফিচার রোল আউট করার আগে তা পরীক্ষা করে দেখা হচ্ছে যে কোনও গ্লিচ আছে কিনা।
অনেকেই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ডাউনলোড করে এই ফিচার পেয়েছেন। এবং বর্তমানে ব্যবহার করছেন। শুধুই যে আপনি WhatsApp এ এখন অবতার বানাতে পারবেন এমনটা নয়। একই সঙ্গে আপনি পেয়ে যাবেন একাধিক স্টিকার। এই স্টিকার আপনি আপনার বন্ধুদের পাঠাতে পারবেন।
এছাড়া আপনি এই অবতার বানিয়ে সেটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ সমস্ত গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে। ফলে এখন হোয়াটসঅ্যাপে নিজের অবতার বানানো কেবল সময়ের অপেক্ষা।
এছাড়াও WhatsApp সম্প্রতি একাধিক ফিচার এনেছে সেখানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে এখন একটি গ্রুপ 512 জনের বদলে 1024জনকে যোগ করতে পারবেন। কদিন আগেই অবশ্য এই সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল 256 জন থেকে। এখন আবার সেটা বাড়ানো হল। তবে এই ফিচারটি এখন বিটা ভার্সন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারছেন।