WhatsApp 7 Features Launched in 2023: নিরাপত্তা বাড়াতে, চ্যাটিং মজাদার করতে হোয়াটসঅ্যাপে হাজির 7 ফাটাফাটি ফিচার

WhatsApp 7 Features Launched in 2023: নিরাপত্তা বাড়াতে, চ্যাটিং মজাদার করতে হোয়াটসঅ্যাপে হাজির 7 ফাটাফাটি ফিচার
HIGHLIGHTS

2023 সালে WhatsApp এ 7টি দুর্দান্ত ফিচার যুক্ত হয়েছে

নিরাপত্তা বাড়ানো এবং চ্যাটিংকে মজাদার করার জন্য এই ফিচার আনা হয়েছে

চ্যাট লক, HD ফটো, ইত্যাদি রয়েছে এই তালিকা

Meta অধীনস্থ সংস্থা WhatsApp -এর তরফে একাধিক নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। চলতি বছরে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবং চ্যাটিংকে আরও মজাদার করে তুলতে এই ফিচারগুলো আনা হয়েছে। এই সদ্য লঞ্চ হওয়া ফিচারগুলোর মধ্যে আছে চ্যাট লক, এডিট বাটন, HD ফটো, ইত্যাদি। 

2023 সালে WhatsApp -এ আসা 7 দুর্দান্ত ফিচার

চ্যাট লক

ব্যক্তিগত চ্যাট বাকিদের থেকে আড়াল করার জন্য এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এই চ্যাট লক ফিচার আপনি যে চ্যাটে অন করবেন সেটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। এটার জন্য আপনাকে আপনার প্রোফাইল সেকশনে গিয়ে চ্যাট লক ফিচারে গিয়ে সেটাকে অন করতে হবে। 

HD ফটো

অনেকেই এতদিন অভিযোগ করতেন যে WhatsApp -এ যে ছবি পাঠানো হয় সেটার মান নাকি খারাপ হয়ে যায়। এই সমস্যার সমাধান করার জন্য এই নতুন ফিচার আনা হয়েছে। এতদিন WhatsApp -এ ছবি পাঠানো হলে সেটা কমপ্রেস হয়ে যেত। এই ফিচারের সাহায্যে ছবি পাঠালে সেটা উন্নতমানের ছবি হিসেবে সেন্ড হবে। 

আরও পড়ুন: Samsung Galaxy M14 5G Deal Alert: বাম্পার ডিল স্যামসাংয়ের ফোনে! 19% ছাড়ের পর কোন 4 কারণে কিনবেন এই ফোন? কেন কিনবেন না?

অনলাইন স্ট্যাটাস লুকানো যাবে

কেউ যদি চান যে তিনি এখন তাঁর অনলাইন স্ট্যাটাস লুকাবেন তাহলে তাঁরা সেটা সহজেই করতে পারবেন। এর অর্থ আপনি এখন যাঁদের জানাতে চান না যে আপনি অন আছেন তাহলে তাঁরা আর জানতে পারবেন না সেটা। 

সায়লেন্স অজানা নম্বর

আপনি যদি অবাঞ্ছিত নম্বর থেকে আসা কল ব্লক করতে চান কিংবা এখন আসা এই নতুন ফিচারের সাহায্যে সেই কলকে সাইলেন্ট করে দিতে পারবেন। এটার সাহায্যে আপনি যাঁদের সঙ্গে কথা বলতে চান কেবল তাঁদের সঙ্গেই কথা বলতে পারবেন, আর যাঁদের সঙ্গে কথা বলতে চান না তাঁদের এটার সাহায্যে এড়াতে পারবেন। 

WhatsApp launched 7 new features in 2023

একাধিক ফোনে WhatsApp ব্যবহার

একটাই WhatsApp অ্যাকাউন্ট এখন একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। যে ডিভাইসে WhatsApp খুলতে চান সেখানে WhatsApp খুলে প্রাইমারি ডিভাইস দিয়ে QR কোড স্ক্যান করুন তাহলেই হবেন এখন একসঙ্গে 4টি ডিভাইসে একটাই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। 

এডিট মেসেজ

আরও পড়ুন: OnePlus Ace 2 Pro Specifications: শীঘ্রই আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন, লঞ্চের আগে ঝটপট জানুন সম্ভাব্য সেরা 5 ফিচার

এতদিন কাউকে ভুল মেসেজ পাঠালে সেটা সোজা ডিলিট করে দিতে হতো। কিন্তু এখন আর সেটা ডিলিট না কর নির্দিষ্ট টাইমের মধ্যে এডিট করা যাবে। কোনও মেসেজ পাঠানোর পর 15 মিনিটের মধ্যে ভুল মেসেজ এডিট করে যাবে, তাও একাধিকবার। 

স্ক্রিন শেয়ার

এখন Google Meet বা Zoom এর মতো WhatsApp -এও এখন ভিডিও কল করলে স্ক্রিন শেয়ার করা যাবে। কেউ চাইলে একটি নির্দিষ্ট অ্যাপ বা গোটা স্ক্রিন শেয়ার করতে পারেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo