এই আপডেটের ফলে এবার iOS ডিভাইস ইউজার্সরা Apple এর AI অ্যাসিস্টেন্স Siri র মাধ্যমে নিজেদের মেসেজ পড়তে পারবে
মেসেঞ্জিং অ্যাপ WhatsApp iOS ডিভাইসে ইউজার্সদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসছে. এই আপডেটের ফলে iOS ইউজার্সরা এবার Apple এর AI অ্যাসিস্টেন্স Siri র মাধ্যমে নিজেদের মেসেজ পড়তে পারবে.
WhatsApp এর এই লেটেস্ট ভার্শনের মাধ্যমে এবার আপনি আপনার WhatsApp মেসেজ Siriর মাধ্যমে পড়তে পারবেন. এর জন্য আপনাকে “Hey Siri, read my last WhatsApp message” বলতে হবে.
শুধু তাই নয় এই ভার্চুয়াল অ্যাসিস্টেন্স Siri যে আপনার মেসেজই পড়ে দেবে তা নয়, বরং মেসেজের রিপ্লাইও করে দেবে আর আপনি একে ডিটেক্টও করতে পারবেন. এই ফিচারটি শুধু iOS ইউজার্সদের জন্যই পাওয়া যাচ্ছে. এর আগের পাওয়া রিপোর্ট অনুসারে WhatsApp আরও একটি নতুন ফিচার টেস্ট করছে যাতে ইউজার্সরা নিজেদের WhatsApp নম্বর বদলাতে পারবে. নম্বর বদলানোর পরে আপনার কন্ট্যাক্ট লিস্টের কাছে আপনার নতুন নম্বরের ইনফো চলে যাবে.
WhatsApp এখন এই ফিচার্সটি শুধু উইন্ডোজ ফোন আর উইন্ডোজ 10 মোবাইলের জন্য টেস্ট করছে. মনে করা হচ্ছে যে WhatsApp তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড আর iOS এর জন্যও এই ফিচারটি লঞ্চ করবে.