আপডেটেড হোয়াটসঅ্যাপে পাবেন এই দুর্দান্ত সুবিধা, সঙ্গে রয়েছে অনেক কিছু..

আপডেটেড হোয়াটসঅ্যাপে পাবেন এই দুর্দান্ত সুবিধা, সঙ্গে রয়েছে অনেক কিছু..
HIGHLIGHTS

২৪ ফেব্রুয়ারি ৮ বছরে পা দিচ্ছে হোয়াটস অ্যাপ। নিজেদের জন্মদিন উপলক্ষে হোয়াটস অ্যাপ তাদের গ্রাহকদের জন্য এনেছে এক দারুণ আপডেট।

সবচেয়ে জনপ্রিয় সোশাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তার অষ্টম জন্মদিনে নিয়ে আসছে কিছু চমত্কার আপডেট। ২৪ ফেব্রুয়ারি ৮ বছরে পা দিচ্ছে হোয়াটস অ্যাপ। নিজেদের জন্মদিন উপলক্ষে হোয়াটস অ্যাপ তাদের গ্রাহকদের জন্য এনেছে এক দারুণ আপডেট।

আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..

এই নতুন আপডেট অনুযায়ী এক জন হোয়াটস অ্যাপ গ্রাহক তাঁর স্টেটাসে ছবি, ভিডিও কিংবা জিফ (GIF) ব্যবহার করতে পারবেন। এই স্টেটাস কেবল ২৪ ঘন্টার জন্যে উপলব্ধ হবে। তার পর নিজে থেকেই চলে যাবে স্টেটাসটি। এই স্টেটাস এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমেত আসবে। কারা এই স্টেটাস দেখতে পাবেন, সেই বিষয়টি ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবেন এক জন গ্রাহক।

ফেসবুক-এর মালিকানাধীন এই সংস্থা মূলত স্ন্যাপচ্যাট-এর মতো মেসেজিং পরিষেবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকার জন্যেই এই বিশেষ আপডেট আনছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও দেখুন : HTC U আল্ট্রা ভারতীয় স্মার্টফোন বাজারে 21 ফেব্রুয়ারি হবে লঞ্চ

আরও দেখুন : ৩১ মার্চ ২০১৭ নয়, এবার ২০১৮ পর্যন্ত ফ্রি জিও! সঙ্গে রয়েছে আরও অনেক কিছু অফার…

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo