হোয়াটসঅ্যাপ-এ ফের চমক৷ হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড এর জন্য দুটি নতুন ফিচার যুক্ত হল. এবার ভিডিও স্ট্রিমিং এবং GIF এর আনন্দ নিতে পারবেন হোয়াটসঅ্যাপে.
হোয়াটসঅ্যাপ৷ ইউজারদের মন ভাল করতে ফের নয়া ফিচার নিয়ে হাজির জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ দু’টি আকর্ষণীয় ফিচার যুক্ত হল এই অ্যাপে৷ কী সেই দু’টি ফিচার?
এবার থেকে ডাউনলোড করার সময়ই ভিডিও স্ট্রিম করা যাবে৷ অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে কোনও ভিডিও এলে তা দেখার জন্য আর পুরো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না৷ ভিডিও আসামাত্র ক্লিক করলেই তা চালু হয়ে যাবে৷
হোয়াটসঅ্যাপে আসা ভিডিও দু’ভাবে ডাউনলোড করা যায়৷ যদি সেটিংসে ডাউনলোডে অটো অপশনটি অন থাকে, সেক্ষেত্রে ভিডিওটি এলে নিজে থেকেই ডাউনলোড হতে শুরু করে৷ আরেকটি হল ম্যানুয়ালি৷ মানে আপনি নিজে থেকে ক্লিক করে ভিডিওটিকে ডাউনলোড করতে পারেন৷ সেসব এখন গৌণ৷ ডাউনলোডে বসিয়েই দেখতে পারবেন ভিডিও৷
দ্বিতীয় ফিচারটি হল অ্যানিমেটেড জিআইএফ ইমেজ৷ অর্থাৎ যে ছবি স্থির নয়, তাও ইচ্ছে মতো এডিট করা যাবে৷ কীভাবে ব্যবহার করবেন এই ফিচারটি? হোয়াটসঅ্যাপের অ্যাটাচমেন্টে ক্লিক করলেই খুলে যাবে গ্যালারি৷ সেখান থেকে বেছে নিন যে কোনও একটি জিআইএফ ইমেজ৷ বন্ধুকে পোস্ট করার আগে নিজের ইচ্ছে মতো জিআইএফ-এর মাপ ছোট বড় করে নিতে পারবেন৷
হোয়াটসঅ্যাপে কি এখনও এই অপশন দু’টি খুঁজে পাচ্ছেন না? তার জন্য গুগল প্লে-স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন৷ তবে এই নতুন দুটি ফিচার আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যই চালু করা হয়েছে৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.