অ্যান্ড্রয়েড ইউজার্সরা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট পেল, এভাবে ডিলিট হওয়া মিডিয়া কন্টেন্ট ফেরত পেতে পারে

অ্যান্ড্রয়েড ইউজার্সরা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট পেল, এভাবে ডিলিট হওয়া মিডিয়া কন্টেন্ট ফেরত পেতে পারে
HIGHLIGHTS

এবার কোম্পানি এই ফিচারটি নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো ডিলিট হওয়া মিডিয়া কন্টেন্ট আরও একবার ডাউনলোড করা যাবে

এই সময়ে হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয় একটি মেসেঞ্জিং অ্যাপ আর এর ব্যবহারও হয় বিপুল পরিমানে আর কোম্পানিও ইউজার্সদের ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্যে সবসময় নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়। আর এবার কোম্পানি আরও একবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। এবার ডিলিট হওয়া মিডিয়া কন্টেন্ট দ্বিতীয় বার ডাউলোড করা যাবে।

এর আগে ইউজার্সরা ইমেজ, GIF  বা শর্ট ক্লিপ্স ডিলিট করে দিলে তা আর ডাউনলোড করতে পারতনা। আর এবার নতুন ফিচার আপডেটের পরে আর এরকম হবে না।

আজকে পেটিএমমেল এই পাওয়ার ব্যাঙ্ক গুলি ডিস্কাউন্ট আর ক্যাশব্যাকের মাধ্যমে কেনা যেতে পারে

হোয়াটসঅ্যাপ মিডিয়া স্টোরেজ প্রোটোকলে কিছু পরিবর্তন করেছে। আর এবার ইউজার্সরা কোন কনটেন্ট ডাউলোড হওয়ার পরেও মেসেজ আর মাল্টিমিডিয়া কন্টেন্ট হোয়াটসঅ্যাপের সার্ভারে স্টোর থাকবে। আর এছাড়া সার্ভার এঙ্ক্রিটেড এর ইউজার্সদের জন্য এই কোন অ্যাক্সেস করতে পারবে না। আর এখন এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ভার্সান (2.18.113)য়ের জন্য পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি iOSয়েও এই আপডেট পাবে।

ইউজার্সরা যদি নিজের ফোনে স্টোরেজ মিডিয়া কন্টেন্ট ডিলিট করে দেয় যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করা হয়েছিল তা হলে ইউজার্সরা কনভার্সানে তা ফেরত হয়ে কন্টেন্টে ট্যাপ করেতা ডাউনলোড করতে হবে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আমরা এই ফিচারটি কিছু অ্যান্ড্রয়েড ফোনে পরীক্ষা করে দেখেছি আর এখনও এই ফিচারটি কাজ করতে দেখিনি। এমনও হতে পারে যে এই ফিচারটি এখনও ভারতীয় ইউজার্সদের জন্য দেওয়া হয়নি। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo