WhatsApp -এ হামেশাই কিছু না কিছু নতুন ফিচার আসতেই থাকে। গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভালো, আরও সুন্দর করে তুলতে সর্বদা সচেষ্ট থাকে এই অ্যাপ। Meta অধীনস্থ এই সংস্থার তরফে নিত্য নতুন ফিচার এনে এটিকে আপডেটেড রাখা হয় যা ব্যবহারকারীদের নিরাপত্তা তো বাড়ায়ই একই সঙ্গে অভিজ্ঞতা ভালো করে।
জানা গিয়েছে WhatsApp -এর তরফে আবারও বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসা হতে চলেছে। এর মধ্যে আছে স্ক্রিন শেয়ার, ইউজারনেম ব্যবহার, ইত্যাদি। এছাড়া এই অ্যাপের তরফে সদ্যই কিছু ফিচার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আছে চ্যাট লক, মেসেজ এডিট করার অপশন, ইত্যাদি।
WhatsApp এখন একটি এমন ফিচারের উপর কাজ করছে যা ব্যবহারকারীদের ইউজারনেম যোগ করতে দেবে তাদের অ্যাকাউন্টে। WaBetaInfo -এর তরফে একটি স্ক্রিনশট পোস্ট করে জানানো হয়েছে WhatsApp এখন এই ইউজারনেম ফিচারের উপর কাজ করছে যার সাহায্যে ফোন নম্বর আড়াল করা যাবে। এক্ষেত্রে কেবল ইউজারনেম দেখা যাবে, ফোন নম্বর নয়।
আরও পড়ুন: WhatsApp-এ আসছে Edit Message ফিচার, কীভাবে কাজ করবে এটি?
এই ফিচার এসে গেলে Meta অধীনস্থ এই সংস্থা ব্যবহারকারীদের তাঁদের ফোন নম্বর গোপন রেখেই কথা বলার সুযোগ দেবে। এই ফিচার এখন নির্মীয়মান পর্যায়ে আছে। শীঘ্রই বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে।
WhatsApp -এর তরফে একটি নতুন স্ক্রিন শেয়ার ফিচার আনা হচ্ছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের ফোনের স্ক্রিনকে শেয়ার করতে পারবেন ভিডিও কলের সময়। Google Meet বা Zoom -এ যে সুবিধা পাওয়া যায় এখানেও সেই একই সুবিধা মিলবে।
ব্যবহারকারীদের হাতেই এই ফিচারের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। তাঁরা যখন চাইবে তখনই এই স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারেন। স্ক্রিন শেয়ার অপশন তখনই এনাবল হবে যখন ব্যবহারকারী সেটার অনুমতি দেবেন। এই ফিচার বর্তমানে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ আছে।
অ্যান্ড্রয়েড এবং IOS দুটোর জন্য WhatsApp নাকি এখন একটি পাসওয়ার্ড রিমাইন্ডার ফিচার বানাচ্ছে। এই ফিচারের সাহায্যে ব্যাকআপ পাসওয়ার্ডের অ্যাকিউরেসি বজায় রাখা যাবে। এবং কোনও ভুল হলে সেটা ঠিক করা যাবে।
64 সংখ্যার এনক্রিপশন কি বা একটা ব্যক্তিগত পাসওয়ার্ড সেট করে ব্যবহারকারীরা তাঁদের ব্যাকআপকে এন্ড টু এন্ড এনক্রিপশন -এর মাধ্যমে নিরাপদে রাখতে পারেন।
আরও পড়ুন: WhatsApp-এর ফন্ট পছন্দ নয়? দেখুন কোন উপায়ে বদলাবেন
WhatsApp -এর তরফে এখন এই নতুন ফিচার টেস্ট করা হচ্ছে যার সাহায্যে ব্যবহারকারীরা অ্যাপের ভাষাকে নিজের পছন্দ অনুযায়ী মডিফাই করতে পারবেন। একই সঙ্গে মেসেজ লিখে সেটাকে ড্রাফট হিসেবে রাখা যাবে। এটা এখন কিছু নির্দিষ্ট সংখ্যক উইন্ডোজ বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ আছে।
এই অ্যাপের তরফে একটি নতুন স্ট্যাটাস আর্কাইভ ফিচার আনছে বিজনেস অ্যাকাউন্টের জন্য। এই ফিচারের সাহায্যে পুরনো ফিচার আবার নতুন করে সকলের সঙ্গে স্ট্যাটাসে শেয়ার করা যাবে। এখন এটা WhatsApp business বিটা ভার্সন ব্যবহার করেন যাঁরা তাঁদের জন্য উপলব্ধ করা হচ্ছে। এই আর্কাইভ স্ট্যাটাস প্রাইভেট হিসেবে থাকবে এবং এটা কেবল সেই ব্যক্তি দেখবেন পারবেন যতক্ষণ না তিনি সেটাকে পুনরায় শেয়ার করছেন।