ইমোজি বার সহ নয়া কিবোর্ড আনল WhatsApp! ব্যাপারটা কী?
WhatsApp আরও একবার চমক দিল ব্যবহারকারীদের
কিবোর্ড নতুন করে সাজাল এই অ্যাপ
WhatsApp -এ যুক্ত হল ইমোজি বার
WhatsApp যেন চমক দিতে কোনও ভাবেই ছাড়ে না। নিত্য নতুন ফিচার নিয়ে আসে এই অ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে দিন দিন আরও ভালো আর উন্নত হয় সেটা চেষ্টাই যেন করতে থেকে এই Meta অধীনস্থ অ্যাপ।
এবার আরও একবার নতুন চমক, ফিচার নিয়ে এল এই অ্যাপ। কী? একদম ব্র্যান্ড নিউ একটা কিবোর্ড।
এই অ্যাপের তরফে তাদের এই কিবোর্ডকে ঢেলে সাজানো হয়েছে বলেই খবর মিলেছে। WaBetaInfo তাদের নতুন রিপোর্টে জানিয়েছে এই নতুন কিবোর্ডে ইমোজি বার যুক্ত করা হয়েছে।
এছাড়াও জানা গিয়েছে ব্যবহারকারীদের কিবোর্ড স্ক্রল করে উপরে উঠতে হবে না বেশি চওড়া ভিউ পাওয়ার জন্য। এমনই পাওয়া যাবে সেটা। এছাড়া GIF, স্টিকার বা অবতার সেকশনগুলোকে উপরে তুলে আনা হয়েছে এই কিবোর্ডে।
WaBetaInfo -এর এই রিপোর্ট অনুযায়ী নতুন কিবোর্ড WhatsApp বিটার অ্যান্ড্রয়েডের 2.23.12.19 ভার্সনে উপলব্ধ হয়েছে। এটি বর্তমানে Google Play Store এ উপলব্ধ আছে ডাউনলোড করার জন্য। এই ফিচার iOS ব্যবহারকারীরাও পাবেন। এটি iOS -এর বিটা ভার্সনের 23.12.0.70 এ উপলব্ধ।
আরও পড়ুন: Meta Blue Tick: কীভাবে পাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু টিক
WaBetaInfo -এর তরফে জানানো হয়েছে যে এই নতুন কিবোর্ড ইতিমধ্যেই বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং IOS বিটা ভার্সন ব্যবহারকারীরা পেয়ে গিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা বাকি সবার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে WhatsApp -এর তরফে আরও একটি ফিচার নিয়ে আসা হচ্ছে। অনেকদিন ধরেই ব্যবহারকারীরা অভিযোগ জানাচ্ছিলেন যে WhatsApp -এ ছবি পাঠালে সেটা ফেটে যায়। তাই HD কোয়ালিটিতে যাতে ছবি পাঠানো যায় WhatsApp -এ সেটার ব্যবস্থাও করা হয়েছে।
এই নতুন ফিচার আনা হচ্ছে যার মাধ্যমে HD কোয়ালিটির ছবি দেওয়া যাবে। এই ফিচার ইতিমধ্যেই বহু বিটা টেস্টাররা পেয়ে গিয়েছেন। এটি IOS -এর 23.11.0.76 ভার্সনে উপলব্ধ হয়েছে।
অন্যদিকে এটা অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের 2.23.12.13 ভার্সনে উপলব্ধ হয়েছে। এই ফিচারে একটি নতুন অপশন যোগ করা হয়েছে ছবি পাঠানোর ক্ষেত্রে। হাই কোয়ালিটির ছবি পাঠাতে চাইলে সেই অপশন বেছে নিয়ে তারপর পাঠাতে হবে। নইলে স্ট্যান্ডার্ড ভাবেই ছবি চলে যাবে।
আরও পড়ুন: WhatsApp প্রতারকদের কবলে কলকাতার মহিলা! নিজেকে সুরক্ষিত রাখতে কী করণীয়?
তবে ভাববেন না যে HD অপশন চুজ করলে ছবি কমপ্রেস হবে না। এক্ষেত্রেও হবে তবে কম। তবে হ্যাঁ কোয়ালিটি অবশ্যই সাধারণের তুলনায় বাড়বে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile