Whatsapp ইউজার্সদের জন্য দারুন খবর, বিশেষত যারা ভয়েস মেসজে পাঠান সেই সব ইউজার্সদের জন্য একটি দারুন সুখবর

Whatsapp ইউজার্সদের জন্য দারুন খবর, বিশেষত যারা  ভয়েস মেসজে পাঠান সেই সব ইউজার্সদের জন্য একটি দারুন সুখবর
HIGHLIGHTS

Whatsapp অ্যান্ড্রয়েড বিটা অ্যাপে লক ভয়েস মেসেজ রেকর্ডিং ফিচার নিয়ে এসেছে, এটি তাদের খুব বেশি কাজে আসবে যারা বেশি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের ফিচারটি ব্যবহার করেন

এই সময়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ আরও একবার একটি নতুন ফিচার্স নিয়ে এসে নিজেদের গ্রাহকদের জন্য আরও একটি ভাল ব্যবস্থা করেছে। আসুন দেখা যাক তারা কি এনেছে আর এই মুহূর্তে তা সবাই ব্যবহার করতে পারছে কিনা।

Whatsapp য়ের অ্যান্ড্রয়েড বিটার একটি নতুন ফিচার নিয়ে এসেছে, আর এর মাধ্যমে এবার Whatsappয়ের ব্যবহার করা আরও মজার হয়ে উঠবে। আর এই ফিচার্সের ফলে এবার হোয়াটসঅ্যাপে আরও বেশি ভয়েস মেসেজ পাঠানো হবে বলেই মনে হচ্ছে।

আপনাদের বলে দি যে অ্যান্ড্রয়েড বিটা অ্যাপে এবার লক ভয়েস মেসেজ রেকর্ডিং সাপোর্ট এসেগেছে। এই ফিচারের মাধ্যেম এবার ভয়েস মেসেজ পাঠানোর জন্য Mic বটনটি হোল্ড করে থাকতে হবেনা। তবে এই ফিচার্সটি এখন অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য এখন শুধু বিটাতেই এসেছে তবে iOS ইউজার্সরা এই ফিচার্সটি এর মধ্যে ব্যবহার করতে পারছেন।

Paytm এই প্রোডাক্ট গুলির ওপর ভাল ডিস্কাউন্ট আর অফার দিচ্ছে

এই ফিচারটি কী ভাবে কাজ করে তা আসুন একবার দেখে নেওয় যাক

এই ফিচারের মাধ্যমে কোন ইউজার্স কাউকে ভয়েস মেসেজ পাঠাতে চাইলে ভয়েস মেসেজ রেকর্ড করার জন্য Mic বটনটি প্রেস করে থাকতে হবেনা। আর এছাড়া আপনারা এখন মেসেজ রেকর্ড লক করতে পারবেন আর কাউকে ভয়েস মেসেজ পাঠানোর জন্য আপনাদের আর মাইক বটনটি প্রেস করে রাখতে হবেনা, এবার আপনাদের মাইক বটনটি সোয়াইপ করতে হবে, আর এবার আপনারা লক সিম্বল দেখতে পাবেন। আর আপনারা এবার এই অপশানটি দেখতে পেলে আপনারা এটা বুঝতে পারবনে যে এই মেসেজটি লক হয়ে গেছে।

আর এবার আপনারা এই মেসেজটি সেন্ড মেসেজ বারে দেখতে পারবেন, আর আপনারা যদি এটি না পাঠাতে চান তবে এটি ক্যান্সেল করতে পারবেন, আর এর মানে এই যে আপনারা যদি কোন মেসেজ রেকর্ড করে থাকেন আর তার পরে আপনাদের মনে হয় যে এটি পাঠানো ঠিক হবে না তবে আপনারা এটি নিজেদে কাছে রাখতে পারেন বা না পাঠাতে চাইলে তা ক্যান্সেল করতে পারবেন। আর এছাড়া আপনারা যদি এটি পাঠাতে চান তবে সেন্ড বারে থাকা এই মেসেজটি আপনারা শুধু সেন্ড বটনে ক্লিক করে পাঠিয়ে দিতে পারবেন।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
 

আর আপনাদের এও বলে রাখি যে আপনারা কিন্তু আগে এরকম করতে পারতেন না। আগে কাউকে ভয়েস মেসেজ পাঠানোর সময় যতক্ষণনা আপানদের মেসেজ রেকর্ড হত ততক্ষন আপনাদের মাইক বটন প্রেস করে রাখতে হত। আর এছাড়া এবার স্লাইড করে আপনারা মেসেজ রেকর্ড করতে পারবেন। আর এই নতুন ফিচারের মাধ্যমে এবার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানো আরও সহজ হবে। এখনও অ্যান্ড্রয়েডে এই ফিচারটি আসেনি তবে এই সময় iOS ডিভাইসে এই ফিচারটি এসেগেছে। আর তাই আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি না দেখে থাকেন তবে আপনারা iOS ডিভাইসে এই ফিচারটি দেখতে পারবেন। আমরাও এই ফিচারটি iOS ডিভাইসে দেখেই আপনাদের 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo