সোশাল মিডিয়াতে উষ্কানিমূলক পোস্ট এবার আপনাকে জেলে পৌঁছাতে পারে

Updated on 21-Apr-2017
HIGHLIGHTS

WhatsApp বা Facebook এ উষ্কানিমূলক বিষয়ে পোস্ট করলে অ্যাডমিনকে জেলে যেতে হতে পারে

আপনি যদি কোন WhatsApp বা Facebook এ কোন গ্রুপের অ্যাডমিন হন তবে আপনার সাবধান থাকা দরকার. আপনার গ্রুপে যদি কোন ফেক নিউজ বা উষ্কানিমূলক বিষয় পোস্ট দেখা যায় তবে তার জন্য আপনার জেলও হতে পারে.

ইউপির বেনারসের ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন যে যদি কোন WhatsApp বা Facebook এ ভুল বিষয়ে পোস্ট করা হয় তবে গ্রুপ অ্যাডমিনের বিরুদ্ধে FIR করা যাবে.

আরো দেখুন: রিলায়েন্স জিওর 4G স্পিড সবথেকে ভাল: ট্রাই

এই নতুন আদেশ অনুসারে যদি কোন গ্রুপে ধার্মিক বিষয়ে আঘাত করার মতন ছবি, ভিডিওর মতন জিনিস পোস্ট করা হয় তবে সেক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন আর সংশ্লিস্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে.

আপনার বিরুদ্ধে সাইবার ক্রাইম ল, ইনফরমেশন টেকনলজি অ্যাক্ট আর ভারতীয় শাস্তি সংহিতা অনুসারে মামলা করা হতে পারে. এই আদেশের পরে সোশাল মিডিয়াতে গ্রুপ অ্যাডমিনদের সাবধানে থাকা দরকার.

আরো দেখুন: HTC U ফ্ল্যাগশিপ স্মার্টফোন 15ই মে লঞ্চ হবে

আরো দেখুন: এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :