হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আগামী সময়ে কোম্পার বিজ্ঞাপন দেখা যেতে পারে

Updated on 03-Aug-2018
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার আগামী বছরের প্রথম দিকে এসে যাবে

আগামী কয়েক মাসের মধ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মধ্যে কিছু বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে। The Wall Street Journal য়ের রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপ বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে।

রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপ অফসিয়ালি জানিয়েছে যে সামনের বছরের শুরুতে কোম্পানি তাদের স্ট্যাটাস ফিচারে অ্যাড নিয়ে আসবে। আর এটি কোম্পানি ইউজার্সদের মেসেজ করে অনুমতি দেবে যে কোম্পানি কলিংয়ের বদলে কোন গ্রাহক পরিষেবার জন্য টেক্সট করতে পারে।

হোয়াটসঅ্যাপ এও বলেছে যে প্রায় 100 টি কোম্পানি এই ফিচার টেস্ট করেছে। আর এই লিস্টে বেশ কিছু বিখ্যাত নামও আছে। যেমন- উবের, সিঙ্গারপুর এয়ারলায়েন্স আর ই-কমার্স কোম্পানি ইউশ। তবে কোম্পানির পরবর্তী মেসেজ অপ্ট-ইন বেসিসে পড়তে পারবে, আর আপনার না চাইলে কোম্পানি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অপ্ট-আউট অপশান ব্যাবহার করে তে বন্ধ করতে পারবেন।

স্ট্যাটাস ফিচারে অ্যাড প্রিভিউ নতুন কিছু না, ফেসবুক তাদের ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামেও এই ফিচার দেওয়া শুরু করেছে।  

Connect On :