এই সময় যত মেসেঞ্জিং অ্যাপ আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় অ্যাপ হল হোয়াটস অ্যাপ। আর এই অ্যাপটি প্রায়ই কোন না কোন নতুন আপডেট বা ফিচার্স নিয়ে আসে। আর এই সবের জন্য ইউজার্সরাও অপেক্ষায় থাকে যে হোয়াটসঅ্যাপ নতুন কি নিয়ে আসছে। আর এসবের মধ্যে আরও একবার একটি নতুন ফিচার্স নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ। এয়ারকন্ডিশানার, বা এয়ারকুলার কিংবা মিক্সার সবই পাবেন আজকের এই ফ্লিপকার্ট ডিলে
আর এই সময় হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সুইচ করা, গ্রুপ ডিস্ট্রিকশান গ্রুপ ইনফোর মতন ফিচার্স আছে। আর আপাতত এই ফিচার্স গুলি অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে। আর আপনাদের এই জানিয়ে রাখি যে সম্প্রতি হোয়াটস অ্যাপ ভুল বসত পাঠানো মেসেজ ডিলিট করার সময়ও বাড়িয়েছে।
আর এখন আরও একটি নতুন ফিচারের ওপর কাজ করছে হোয়াটসঅ্যাপ। আসলে তারা এখন Locked Recordings ফিচার্সের ওপর কাছ করে। এই ফিচারটি এলে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে রেকর্ডিং বটন প্রেস করে রাখতে হবে না। মানে আপনারা বটন লক করার অপশান পাবেন। আগে মাইকের লোগো প্রেস করে রাখতে হত আর তার পরে রেকর্ডিং শুরু হত। আর এখান থেকে হাত সরিয়ে নিলেই মেসেজ সেন্ড হয়ে যায়।
গ্রুপ ডিস্ক্রেশান ফিচার
এবার হোয়াটস অ্যাপে কোন গ্রুপে ডিস্ক্রেশান যুক্ত করা যাবে। মানে আপনি গ্রুপের বিষয়ে কিছু লিখতে চাইলে তা ট্যাগ লাইন অ্যাড করতে পারবেন। এটি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যেভাবে আপনার প্রোফাইল দেন সেভাবেই এটি দেওয়া যাবে। এর এটি সব গ্রুপ মেম্বারা দেখতে পাবেন আর এটি দরকার মতন গ্রুপ মেম্বাররা এডিটও করতে পারবেন। এর নোটিফিকেশানও সবাই পাবে।
আর এবার আপনি গ্রুপের ইনফোতে গিয়ে গ্রুপের কোন মেম্বারের নাম সার্চ করতে পারবেন। আগে শুধু নাম দেখা যেত আর এবার সার্চও করা যাবে। আপনারা ইনফোতে গেলে দেখবেন যে গ্রুপ মেম্বারদের ঠিক উপরে সার্চ অপশানের লোগো দেখা যাবে।
ভয়েস কল থেকে ভিডিও কল
এই ফিচারটি অ্যান্ড্রয়েড বিটা ইওউজার্সদের জন্য আগেই সেল আউট করে দেওয়া হয়েছে। আর এবার এই ফিচারটি আপনারা সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার্সরা পাবেন। এই ফিচারে ভয়েস কল করলে একটি ভিডিও আইকন তৈরি হবে। মানে আপনি ভয়েস কল করে ভিডিও কলে সিউচ করতে পারবেন। তবে এর জন্য ইউজার্সদের কাছে হোয়াটসঅ্যাপের আপডেট থাকা দরকার।