আরও একবার চমক হোয়াটসঅ্যাপের, এবার নিয়ে এল নতুন একটি ফিচার্স

আরও একবার চমক হোয়াটসঅ্যাপের, এবার নিয়ে এল নতুন একটি ফিচার্স
HIGHLIGHTS

এবার ইউজার্সরা নিজেদের পছন্দ মতন কোন চ্যাটের নোটিফিকেশান এনেবেল বা ডিসেবেল করতে পারবে

জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বছরের শুরুতেই একের পর এক নতুন ফিচার্স এনে চমকে দিয়েছে আমাদের সবাইকে। আর এবার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান ফিচারেও বদল আনল এই জনপ্রিয় অ্যাপটি।

হোয়াটসঅ্যাপে যেকোন মেসেজ এলেই নোটিফিকেশান আসে। তবে সম্প্রতি খবর পাওয়া গেছে যে এই অ্যাপে এবার নোটিফিকেশানের ক্ষেত্রে বদল আনল কোম্পানি। গ্রেট ইন্ডিয়ান সেলের তৃতীয় দিনে আজকে কোন জিনিসের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে Amazon!

ইউজাররা এবার থেকে নিজেদের ইচ্ছে মতন নির্দিষ্ট চ্যাটের নোটিফিকেশান এনেবেল বা ডিসেবেনল করতে পারবেন। আপনাদের মনে করিয়েদি যে আগে চ্যাট নোটিফিকেশান মিউট করা যেত। তবে তা শুধু গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই করা যেত, সিঙ্গেল চ্যাটে নয়।

হোয়াটসঅ্যাপ আপডেট করলে এই সুবিধাটি পাওয়া যাবে। আর ১০ ধরনের নোটিফিকেশানের অপশান থাকবে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটেড ভার্সানে।

নতুন বছরে নতুন নতুন ফিচার্স এনে দুনিয়া জুরে নিজেদের অসংখ্য ইউজারদের অনেক সুবিধা দিচ্ছে অ্যাপটি। আর এভাই টিকিয়ে রাখছে নিজের জনপ্রিয়তা।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo