অ্যাপ ইউজার্সরা ভিআর হেডসেট ব্যবহার করে ম্যাচ দেখতে পারবে, আলাদা আলাদা ক্যামেরার অ্যাঙ্গেলের সঙ্গে আলাদা আলাদা ভাষায় কমেন্টও করতে পারবে
আপনি হয়ত বসে আছেন সুদুর কোন শহরে আর আপনার শহরে আপনার প্রিয় ক্রিকেট দল Vivo IPL খেলছে। আপনি টিভি বা অন্য কোন মাধ্যমে সেই খেলা দেখলেও মাঠে বসে খেলা দেখার সেই আলাদা আনন্দ আর উত্তেজনা মোটেও অনুভব করেন না। তবে এবার হয়ত আপনি বাড়িতে বসেই খেলা দেখতে দেখতেই অনুভব করবেন মাঠে বসে খেলা দেখার আনন্দ।
এবার ঘড়ে বসে খেলা দেখতে দেখতে আপনার মনে হতেই পারে আপনি ইডেনে বসে কলকাতা নাইটরাইডার্স আর দিল্লি ডেয়ার ডেভিলসের খেলা দেখছেন। ভাবছেন এও সম্ভব? কিন্তু কিকরে? আসলে এই অভিজ্ঞতা আপনি আপনার ফোনেই পেতে পারেন এবার। কারন জনপ্রিয় টিভি অ্যাপ হটস্টার এবার ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দেবে আপনাকে এই আইপিএলে বসে।
স্টার ইন্ডিয়া ঘোষনা করেছে যে তাদের Hotstar অ্যাপে ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা পাবে দর্শকরা। আর এই অভিজ্ঞতা তারা Vivo IPL এ পাবে। এই অ্যাপটি যারা ব্যবহার করেন তারা VR এর মাধ্যমে ক্রিকেট ম্যাচ দেখতে পারবে। আর এর সঙ্গে ক্রিকেট ইমোজির ব্যবহার আর এর সঙ্গে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল আর কমেন্ট্রি ভাষাও বাছতে পারবেন। আর এর সঙ্গে “সুপার-ফ্যান ফিড” এ ডিমান্ড রিপ্লে আর হাইলাইট দেখতে পারবে।
এখানে ইলেকশান থেকে সিলেকশান ক্যাম্পেনের জন্য নিজের পছন্দের খেলাওয়ারদের জন্য ভোটিং করার অপশানেও অংশ গ্রহন করা যাবে। Vivo IPL এর সিজেন ২ মাসের বদলে ৬ মাসের হবে।
এবার হটস্টারে কোন মিডিয়া স্ট্রিমিং অ্যাপের মধ্যে একটি যা একটি স্পোর্টসে VR এর অভিজ্ঞতা দেবে, আর ভারতে এটি প্রথম বার হবে। তবে এই নতুন অভিজ্ঞতা পেতে গেলে আপনার কাছে একটি ভিআর হেডসেট থাকতে হবে।
সস্তার কিবোর্ড থেকে শুরু করে হাই রেঞ্জের HTC Vive আর ডেড্রিম VR হেডসেট অব্দি যে কোন একটা ব্যবহার করে আপনি এই ফিচারটির সুবিধা নিতে পারবেন। কোম্পানি এও জানিয়েছে যে তারা গ্রাহকদের জন্য VR অভিজ্ঞতার স্টোর করবে, যাদের কাছে হেডসেট নেই তাদের জন্য। Hotstar ছাড়া Netflixও শো আর সিনেমার জন্য VR ভিউইং দেয় তবে এটি সম্পূর্ণ ভাবে 360 ডিগ্রির অভিজ্ঞতা দেয়না।