আপনি এভাবে ট্রুকলারের আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন

আপনি এভাবে ট্রুকলারের আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন
HIGHLIGHTS

এই স্টেপ গুলি ফলো করে আপনি ট্রুকলারে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন

ট্রুকলার অ্যাপের মাধ্যমে অচেনা নম্বর চেনা যায় আর এর সঙ্গে স্প্যাম কলার্স কে ব্লকও করা যায়। আর বর্তমান সময় অনেকেই এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। আর এই অ্যাপটির মাধ্যমে মোবাইল রিচার্জ বা মানি ট্র্যান্সফারের মতন কাজও করা যেতে পারে। আজ আমরা এখনে আপনাদের বলব যে কি করে আপনি ট্রুকলারের মাধ্যমে নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবেন। প্রোফাইল পিকচার ব্যবহার করে সহজেই আপনার বন্ধুরা আপনাদের চিনতে পারবেন। তবে আসুন এই আর্টিকেলটি আমরা ভাল করে দেখে নি। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই স্টেপ গুলি ফলো করে আপনি ট্রুকলারে নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবেন।

  • নিজের ফোনে ট্রুকলার অপশানটি খুলুন আর মেনু তে যান।

 

  • স্ক্রল করে একদম নীচে থাকা এডিট প্রোফাইলে ট্যাগ করুন।

  • এখানেও দেওয়া পেন্সিল আইকনে ক্লিক করুন।

  • এবার ফর্মে দরকারি তথ্য দিন আর ট্যাপ করুন।

  • এবার প্রোফাইল পিকচার দেওয়ার অপশানে ক্লিক করুন।

  • এভাবে আপনি ট্রুকলারে নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন।

 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo