এপ্রিলের 20 তারিখ থেকে Twitter সেই সমস্ত প্রোফাইল থেকে ব্লু টিক সরিয়ে দেবে যার সাবস্ক্রিপশন নেই। প্রাথমিক ভাবে এই সংস্থার তরফে জানানো হয়েছিল যে 1 এপ্রিল এই ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দিন পিছানো হয় যাতে এই সময় সেই পেইড সাবস্ক্রিপশন না নেওয়া অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করা যায় যেখানে ব্লু টিক রয়েছে। Elon Musk এবং তাঁর প্রতিষ্ঠান এবং দৃঢ় প্রতিজ্ঞ সাবস্ক্রিপশন না নিলে ব্লু টিক মিলবে না গ্রাহকদের।
গত বছর Elon Musk এই মাইক্রো ব্লগিং সাইটের দায়িত্ব নেওয়ার আগে জার্নালিস্ট, অভিনেতা, রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা প্রমুখদের অ্যাকাউন্ট একাধিক জিনিসের ভিত্তিতে ভেরিফাই করে ব্লু টিক দিত। এই ব্যাজ থাকলে সেই প্রোফাইলকে নিরাপদ এবং সঠিক বলেও মনে করা হতো। কিন্তু এখন Elon Musk মনে করেন এই ব্যাগ অনেকটা স্ট্যাটাস সিম্বলের মতো তাই কেউ এটার সুবিধা পেতে চাইলে তাঁকে মিনিমাম টাকা দিয়ে সেটার সাবস্ক্রিপশন নিতে হবে।
একই সঙ্গে এই সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে যে তারা কীসের ভিত্তিতে প্রোফাইল ভেরিফাই করবে। কী করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে দেখুন।
1. Twitter Blue -এর সাবস্ক্রিপশন নেওয়ার অন্তত 30 দিন আগে থেকে অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে।
2. অ্যাকাউন্টের মাধ্যমে কোনও ভুল তথ্য দেওয়া বা ছড়ানো যাবে না।
3. ভেরিফায়েড মোবাইল নম্বর থাকলে তবেই ব্লু ব্যাজ মিলবে।
যদিও এই ক্রাইটেরিয়াগুলো কখনই ফুল প্রুফ নয়, এগুলো কারও পরিচিতি অথেনটিক বলে নিশ্চিত করে না। তাই আশঙ্কা করা হচ্ছে এটার কারণে হয়তো আগামীতে টুইটারে স্প্যাম অ্যাকটিভিটি অনেক বেড়ে যাবে।
পুরনো পন্থায় যাঁদের প্রোফাইলে লিগ্যাসি ব্যাজ থাকত তাঁদের Twitter -এর ভেরিফায়েড প্রোফাইল ফলো করত। এরম 4 লাখ ভেরিফায়েড প্রোফাইল ছিল। Twitter -এর তরফে এই সমস্ত পেজগুলোকে আনফলো করে দেওয়া হয়েছে।
Twitter এবার ঠিক করেই নিয়েছে তারা আজ নয়তো কাল এই ব্যাজ সরিয়ে দেবে। তখন যাঁরা কেবল মাত্র পেইড সাবস্ক্রিপশন নেবেন তাঁদের প্রোফাইল ভেরিফাই করা হবে। Musk এর আগে যাঁরা টুইটারের দায়িত্বে ছিলেন তিনি তাঁদের কটাক্ষ করেছেন এই সংস্থাকে এনজিওর মতো চালানোর জন্য। তবে এবার থেকে এই পেইড সাবস্ক্রিপশনে গ্রাহকরা একাধিক সুবিধা যেমন টুইট এডিট করা, বেশি রিচ পাওয়া, বড় ভিডিও পোস্ট করার মতো সুবিধা পাবেন।