‘অফিসিয়াল লেবেল’ চালু হতে চলেছে Twitter-এ, কারা পাবেন এই ফিচারের সুবিধা

‘অফিসিয়াল লেবেল’ চালু হতে চলেছে Twitter-এ, কারা পাবেন এই ফিচারের সুবিধা
HIGHLIGHTS

টুইটার আনতে চলেছে নতুন ফিচার 'অফিসিয়াল লেবেল'

জানা গিয়েছে নির্দিষ্ট কিছু দেশে এই ফিচার চালু করা হবে

কিছু ভেরিফায়েড অ্যাকাউন্ট এই সুবিধা পাবেন, কিন্তু কারা তাঁরা সেটা এখনও অজানা

এখন আর Twitter-এ ব্লু টিক পাওয়া কোনও ব্যাপার নয়। আপনিও চাইলে অর্থের বিনিময়ে এই ব্লু টিক পেতে পারবেন। এখন মাসিক 8 ডলার খরচ করলে পাওয়া যাবে ব্লু টিক। এই সাবস্ক্রিপশনকে বলা হচ্ছে ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন। এই ফিচারের সঙ্গে আরও একটি নতুন ফিচার আসতে চলেছে টুইটারে। এই মাইক্রো ব্লগিং সাইটের তরফে এই ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণাতে বলা হয়েছে একাধিক সরকারি অ্যাকাউন্ট এবং স্পেসিফিক বিজনেস অ্যাকাউন্টের জন্য এই অফিসিয়াল লেবেল আনা হবে। এই অফিসিয়াল লেবেলও টাকা দিয়ে কেনা যাবে।

Twitter এর তরফে জানানো হয়েছে Twitter blue Subscriber এবং ভেরিফায়েড অফিসিয়াল অ্যাকাউন্ট যার মধ্যে সরকারি অ্যাকাউন্ট এবং টুইটারের যে মূল পেজ সেগুলোর মধ্যে পার্থক্য করা সহজ হবে। টুইটারের তরফে ধীরে ধীরে নির্দিষ্ট কিছু দেশে এই অফিসিয়াল লেবেল চালু করা হবে। কিন্তু কোন দেশে প্রথম এই ফিচার আনা হবে, বা এই ফিচারের সাহায্যে কোন কোন সুবিধা মিলবে সেটা এখনও জানা যায়নি।

Twitter official lebel

গত মাসের 29 তারিখ, অর্থাৎ 29 অক্টোবর Elon Musk আনুষ্ঠানিক ভাবে টুইটারের দায়িত্ব নেন। এরপর থেকে এই মাইক্রো ব্লগিং সাইটের একাধিক পরিবর্তন এসেছে। প্রথমেই তিনি একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি টুইটারের সিইও পরাগ আগরওয়ালকেও ছাঁটাই করে দেন। এরপর তিনি একাধিক নতুন নিয়মের কথা ঘোষণা করেন টুইটারের জন্য। Elon Musk জানিয়েছেন তিনি টুইটারকে বাক স্বাধীনতা রয়েছে এমন একটি সাইটে পরিণত করতে চাইছেন। মাত্র কদিনেই এত পদক্ষেপ নেওয়ার জন্য অনেকেই সন্দিহান হচ্ছেন যে Tesla এর কর্ণধার তার মতোই টুইটারকেও সঠিক ভাবে পরিচালনা করতে পারবেন কিনা।

এতদিন পর্যন্ত টুইটারে ব্লু টিক এমনই পাওয়া যেত, তবে তার জন্য অ্যাকাউন্টের মালিককে তাঁর সমস্ত নথি প্রদান করতে হতো। এখন টাকার বিনিময় এই ব্লু টিক কেনা যাবে। প্রতি মাসে 8 ডলার খরচ করলেই এই ব্লু টিক বসে যাবে আপনার অ্যাকাউন্টের পাশে। তাই এই ব্লু টিক অথেনটিকেশন নিয়ে এখন অনেকের মনে প্রশ্ন জাগছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo