Twitter -কে নিয়ে বড়সড় ঘোষণা করলেন Elon Musk। পাল্টে যেতে চপেলছে এই মাইক্রো ব্লগিং সাইটের লোগো। নীল পাখির জায়গা নেবে এবার X, রবিবার এমনটাই ঘোষণা করেছেন মাস্ক। আর তারপরই পড়ে গিয়েছে হইচই।
গত ১৭ বছর ধরে Twitter -এর লোগো হিসেবে এই নীল পাখিকে দেখা গিয়েছে। এই উড়ন্ত নীল পাখি আর Twitter যেন সমার্থক ছিল। এবার সেই উড়ন্ত পাখিকেই উড়িয়ে দেবেন মাস্ক।
https://twitter.com/elonmusk/status/1682964919325724673?ref_src=twsrc%5Etfw
ঠিক কী বলেছেন মাস্ক? Elon Musk রবিবার একটি টুইট করেন। সেখানেই তিনি লেখেন 'আমরা শীঘ্রই টুইটার ব্র্যান্ড এবং সমস্ত পাখিকে বিদায় জানাব।' এরপর তিনি নতুন পোস্টে 'X' লিখে টুইট করেন।
প্রসঙ্গত গত বছর Twitter অধিগ্রহণ করেন Elon Musk। 44 বিলিয়ন দিয়ে তিনি এই মাইক্রো ব্লগিং সাইট কিনে নেন। আর এই Twitter কেনার পর থেকেই একটার পর একটা ঘোষণা করেই চলেছেন।
আরও পড়ুন: WhatsApp Hacks: কাজের মাঝে অজানা নম্বর থেকে বারবার কল? সাইলেন্ট করুন এই উপায়ে
একটার পর এক চমক দিয়েই চলেছেন তিনি। সবার আগে এসে কোম্পানির টাকা বাঁচাতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেন। তারপর নিয়ে আসেন Twitter Blue। জানিয়ে দেন এবার থেকে Twitter Blue এর সাবস্ক্রিপশন নিতে হলে গুনতে হবে গাঁটের কড়ি তবেই মিলবে ব্লু টিক।
একই সঙ্গে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল থেকেই ব্যান তুলে নেন। তবে সে সব বিষয় নিয়ে চর্চা হলেও এবার তিনি যা করলেন তাতে সবার মাথায় হাত। শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়।
ভাবছেন বিষয়টা ঠিক কী? কোথা থেকে এল এই X? আসলে Elon Musk X Corp নামক একটি সংস্থা তৈরি করেছেন সেটার সঙ্গেই মিশিয়ে দিয়েছেন এই Twitter -কে, অর্থাৎ এটি আর স্বাধীন কোনও সংস্থা রইল না। এদিন মাস্ককে হাত ক্রস করে X তৈরি করে পোজ দিতে দেখা যায়।
আসলে যবে থেকে মাস্ক এই Twitter কিনেছেন তিনি তবে থেকে এটিকে সুপার অ্যাপ হিসেবে তৈরি করতে চাইছেন। আর এই লোগো পরিবর্তন হচ্ছে তারই একটা অংশ। তবে নেট পাড়ার অনেকেই তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
প্রসঙ্গত কিছুদিন আগেই Musk নিজে সরে Linda Yaccarino -কে এই মাইক্রো ব্লগিং সাইটের সিইও হিসেবে ঘোষণা করেছেন। তিনিও টুইটারের এই চেঞ্জ নিয়ে ভীষণই খুশি। X -কে তাঁরা একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং যোগাযোগকারী মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাইছেন।
মাস্ক নিজেও এই কথা গত অক্টোবরে টুইট করে জানিয়ে ছিলেন। বলেছিলেন Twitter -কে নিয়ে সর্বজন ব্যবহৃত প্ল্যাটফর্ম X -এ পরিণত করতে চান। এবার তিনি যে সেটাকে পাখির চোখ করে এগোচ্ছেন সেটা স্পষ্ট।